নরসিংদীতে বালুবাহী ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১২
- Update Time : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / 213
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জের নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮) ও ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহী ট্রাক মাধবদীর কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপে থাকা শিশুসহ ১৬ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। এসময় ঘটনাস্থলেই নজরুল ইসলাম মারা যান।
খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এরমধ্যে ৯ জনকে রূপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আলাউদ্দিন মারা যান। দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা-কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।