অনুষ্ঠিত হল প্রজেক্ট হোয়াইট ডাভের “Professionalism in Women Entrepreneurship” সেশন

  • Update Time : ১০:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 238
নিজস্ব প্রতিনিধি:
“Professionalism in Women Entrepreneurship” নামক ভার্চুয়াল সেশন “White Dove” এর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে ২৬ ফেব্রুয়ারি, রাত ৮.০০ টায় সরাসরি সম্প্রচারিত হয়েছে।
.
সেশনে নারী উদ্যোক্তাদের জীবনে পেশাদারিত্বের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
.
সেশনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী রাকিবুদ্দিন আহমেদ (ফাউন্ডার ও সিইও-আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই)।সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন (প্রজেক্ট ম্যানেজার- সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস,ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।
.
সেশনটি সঞ্চালনা করেন হোয়াইট ডাভ প্রজেক্টের টিম মেম্বার জাকিয়া সুলতানা এবং প্রজেক্ট ভলান্টিয়ার সানজিদা রূম্পা। সেশনের অতিথি জিয়া উদ্দিন সমাজে শান্তি আনয়নে বহুমাত্রিক প্রজেক্টগুলোর তাৎপর্য সুচারুরূপে ব্যাখ্যা করেন।
.
সেশনে প্রধান আলোচক কাজী রাকিবুদ্দিন আহমেদ উদ্যোক্তাদের পেশাদারিত্ব,যোগাযোগ দক্ষতা,পণ্যের ব্র্যান্ডিং,উদ্যোক্তাদের লক্ষ্য নির্ধারণ,সমাজের শান্তি বিনির্মাণে নারীর ক্ষমতায়নের প্রভাব সহ প্রভৃতি গুরুত্ববহ বিষয়াদি নিয়ে অত্যন্ত সুনিপুণভাবে বিশদ আলোচনা করেন।
.
সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের জীবনের নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও সেশনে আলোচনা করেন। আলোচনার শেষে হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা প্রদান এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসমিন খাতুন।
.
উক্ত সেশনের টেকনিক্যাল সাপোর্টে ছিলেন প্রজেক্ট ভলান্টিয়ার সোহান মাহমুদ মৃদুল। উল্লেখ্য,৫ মাস মেয়াদি “হোয়াইট ডাভ” প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
Tag :

Please Share This Post in Your Social Media


অনুষ্ঠিত হল প্রজেক্ট হোয়াইট ডাভের “Professionalism in Women Entrepreneurship” সেশন

Update Time : ১০:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিনিধি:
“Professionalism in Women Entrepreneurship” নামক ভার্চুয়াল সেশন “White Dove” এর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে ২৬ ফেব্রুয়ারি, রাত ৮.০০ টায় সরাসরি সম্প্রচারিত হয়েছে।
.
সেশনে নারী উদ্যোক্তাদের জীবনে পেশাদারিত্বের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
.
সেশনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী রাকিবুদ্দিন আহমেদ (ফাউন্ডার ও সিইও-আমেরিকান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট এক্সিলেন্স (এবিসিডিই)।সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন (প্রজেক্ট ম্যানেজার- সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস,ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।
.
সেশনটি সঞ্চালনা করেন হোয়াইট ডাভ প্রজেক্টের টিম মেম্বার জাকিয়া সুলতানা এবং প্রজেক্ট ভলান্টিয়ার সানজিদা রূম্পা। সেশনের অতিথি জিয়া উদ্দিন সমাজে শান্তি আনয়নে বহুমাত্রিক প্রজেক্টগুলোর তাৎপর্য সুচারুরূপে ব্যাখ্যা করেন।
.
সেশনে প্রধান আলোচক কাজী রাকিবুদ্দিন আহমেদ উদ্যোক্তাদের পেশাদারিত্ব,যোগাযোগ দক্ষতা,পণ্যের ব্র্যান্ডিং,উদ্যোক্তাদের লক্ষ্য নির্ধারণ,সমাজের শান্তি বিনির্মাণে নারীর ক্ষমতায়নের প্রভাব সহ প্রভৃতি গুরুত্ববহ বিষয়াদি নিয়ে অত্যন্ত সুনিপুণভাবে বিশদ আলোচনা করেন।
.
সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের জীবনের নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও সেশনে আলোচনা করেন। আলোচনার শেষে হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা প্রদান এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসমিন খাতুন।
.
উক্ত সেশনের টেকনিক্যাল সাপোর্টে ছিলেন প্রজেক্ট ভলান্টিয়ার সোহান মাহমুদ মৃদুল। উল্লেখ্য,৫ মাস মেয়াদি “হোয়াইট ডাভ” প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।