নিজস্ব প্রতিবেদক:
সরকারের পক্ষ থেকে আল জাজিরার বিরুদ্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
.
সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী বলেই আল-জাজিরার সম্প্রচার বন্ধ করেনি বলেও জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
.
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
.
আল জাজিরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে আল জাজিরার বিরুদ্ধে এখনও কোনও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে, এ বিষয়ে ক্ষুব্ধ কোনও ব্যক্তি যদি আদালতের শরণাপন্ন হন। সেক্ষেত্রে আদালত থেকে যে নির্দেশনা দেয়া হবে আমরা তা অবশ্যই পালন করব।’
আল জাজিরার করা প্রতিবেদনটির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘শিরোনামের সঙ্গে প্রতিবেদনের মিল নেই। প্রতিবেদনটি দেখে মনে হয়েছে এটি ব্যক্তিগত আক্রোশে করা হয়েছে।
এমন উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন করায় বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কমেছে এবং বিশ্বব্যাপী আল জাজিরার প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।