নওহাটা পৌরসভায় কাউন্সিলর হলেন যারা

  • Update Time : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 157
ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহীর চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে নওহাটা পৌরসভায় সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হাফিজুর রহমান হাফিজ নির্বাচিত হয়েছেন।
.
এই পৌর সভায় সাধারণ কাউন্সিলর যারা নির্বাচিত হলেন তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে দিদার হোসেন ভুলু (উঠপাখি), ২ নম্বর ওয়ার্ডে আজিজুল হক (উঠপাখি), ৩ নম্বর ওয়ার্ডে মাসুদ পারভেজ (পানির বোতল), ৪ নম্বর ওয়ার্ডে নাজিমুদ্দিন মোল্লা (পানির বোতল)
.
৫নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান (পাঞ্জাবী), ৬নম্বর ওয়ার্ডে আবু বাক্কার সিদ্দিক (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান শেখ (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান (ডালিম) ও ৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন (উঠপাখি)। সংরক্ষিত নারী কাউন্সিলর হচ্ছেন ১,২ ও ৩ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন আসমা বেগম (হারমোনিয়াম), ৪, ৫ ও ৬ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন রেশভানু বেগম (বলপেন) এবং ৭,৮ ও ৯ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম (টেলিফোন)।
Tag :

Please Share This Post in Your Social Media


নওহাটা পৌরসভায় কাউন্সিলর হলেন যারা

Update Time : ১২:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহীর চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে নওহাটা পৌরসভায় সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হাফিজুর রহমান হাফিজ নির্বাচিত হয়েছেন।
.
এই পৌর সভায় সাধারণ কাউন্সিলর যারা নির্বাচিত হলেন তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে দিদার হোসেন ভুলু (উঠপাখি), ২ নম্বর ওয়ার্ডে আজিজুল হক (উঠপাখি), ৩ নম্বর ওয়ার্ডে মাসুদ পারভেজ (পানির বোতল), ৪ নম্বর ওয়ার্ডে নাজিমুদ্দিন মোল্লা (পানির বোতল)
.
৫নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান (পাঞ্জাবী), ৬নম্বর ওয়ার্ডে আবু বাক্কার সিদ্দিক (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান শেখ (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান (ডালিম) ও ৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন (উঠপাখি)। সংরক্ষিত নারী কাউন্সিলর হচ্ছেন ১,২ ও ৩ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন আসমা বেগম (হারমোনিয়াম), ৪, ৫ ও ৬ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন রেশভানু বেগম (বলপেন) এবং ৭,৮ ও ৯ নম্বর আসনে নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম (টেলিফোন)।