বেনাপোলে সাংবাদিকের জানাযায় শত মানুষের ঢল
- Update Time : ০৫:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / 180
মো: সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল এর প্রাক্তন সদস্য ও বার্তা বাজার নিউজ পোর্টালের যশোর প্রতিনিধি লোকমান হোসেন রানা(৩৫)গতকাল এক মটর সাইকেল দূর্ঘটনায় নিহত হন। তিনি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মাহিবি এন্টারপ্রাইজ এর একজন স্টাফ ও সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর একজন সদস্য।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে নিহত লোকমান রানা পণ্য খালাসের জন্য সীমান্তে কাস্টমস কার্গো শাখায় অফিসিয়াল কাজ সমাপ্ত শেষে মটর সাইকেলে চড়ে নিজ অফিস সিএন্ডএফ কার্যালয় মাহিবি এন্টারপ্রাইজে ফিরছিলেন, বেনাপোল বাজার মূখী সড়ক দিয়ে ফেরার সময় সড়কের পাশ দিয়ে অবস্থিত বন্দরের ৩০ নং পণ্য শেডের কাছে ও আনসার ব্যাটালিয়ন ক্যাম্প বরাবর রাস্তার সংযোগ মূখে এসে পৌছলে সেখানে রাস্তা পারাপারের সময় এক পথচারিকে বাঁচাতে গিয়ে তিনি সেখানে রাস্তার পাশে দন্ডায়মানরত পণ্য বোঝায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে মারাত্মক ভাবে মাথায় আঘাত প্রাপ্ত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, রহমান নামের ঐ পথচারী স্থানীয় ডাক্তারের চিকিৎসায় সুস্থ্য হলেও লোকমান হোসেন রানা কে গুরুতর অসুস্থ্য অবস্থায় স্থানীয় লোকদের সহায়তায় শার্শা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,সেখানকার চিকিৎসায় কাজ না হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়,কিন্তু দূর্ভাগ্যবশত এম্ব্যুলেন্সটি মানিকগঞ্জ জেলা অবধি পৌছতেই অতিরিক্ত মস্তিস্ক রক্ত ক্ষরনে আনুমানিক রাত ৩ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক লোকমান হোসেন রানা বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আব্দুস সামাদের একমাত্র সন্তান। তার মৃত্যুতে বাড়ীতে শোকের মাতম বৈছে।
এ দিকে, নিহত রানার অকাল মৃত্যুতে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের এক শোক বাণীতে পরম করুনাময় আল্লাহপাকের দরবারে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাংবাদিক লোকমান হোসেন রানা’র জানাযা শেষে গ্রামের সরকারী কবরস্থানে তাকে দাফন করা হয়।
রবিবার(১৪ ফেব্রুয়ারী) জোহর নামাজ শেষে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সকল সদস্য সহ শত মানুষের ঢল নামে।