দেশে ফিরে টিকা নিলেন সেনাবাহিনী প্রধান
- Update Time : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / 210
নিজস্ব প্রতিবেদক:
.
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার (১৪ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন নিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাসের টিকা নিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ করোনা ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কোনও প্রকার গুজবে কান না দিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে সকলকে নির্দেশ দেন।
এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।
Tag :