লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
- Update Time : ০৭:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 174
এস ইসলাম, নাটোর:
নাটোরের লালপুরে ঈদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে বিজলী (৪০) নামের চার সন্তানের জননী আত্মহত্যা করেছে। সে উপজেলার লালপুর মোহরকয়া নতুনপাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী
.
শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
.
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, মধ্য রাতের কোন এক সময় পরিবারের সকলের অঘোচরে বিজলী খাতুন ঈদুর মারা গ্যাস ট্যালেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত চিকিৎসার জন্য লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় রাতেই বিজলী মৃত্যু বরণ করলে স্বজনরা তড়িঘড়ি করে তার মৃতদেহ মোহরকয়া গ্রামে নিয়ে যায়।
.
এই ঘটনাই লাপুর থানা পুলিশ জানতে পেয়ে রবিবার (৭ ফেব্রুয়ারি) লালপুর থানা পুলিশের এস আই ফজলুল হক বিজলীর মৃত্যুদেহের সুরুতহাল রিপোর্ট তৌরী করে মৃত্যুর রহস্যা উদঘাটনের জন্য নাটোর মরগে প্রেরণ করেছে।
.
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
Tag :