নীলফামারী ডিমলায় কোভিড-১৯ ভ্যাকসিনের উদ্বোধন
- Update Time : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 211
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নীলফামারী ডিমলা উপজেলায় বৈশ্বিক কোভিট-১৯ ভ্যাকসিনের শুভ উদ্বোধন করেছেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
.
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোভিট-১৯ ভ্যাকসিনের উদ্বোধন করা হয়।
.
এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন অত্র উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, মেডিকেল অফিসার ডাঃ এস এম হাসান আতিক ও ডাঃ হাবিবা রহমান (ফারাহ্), ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনসহ দশ জন। উপজেলায় মোট ৩১১ জন কোভিট-১৯ গ্রহণের রেজিষ্ট্রেশন করেছে, যার মধ্যে আজ ১০জনকে ভ্যাকসিন প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে।
.
ভ্যাকসিন গ্রহণের পর উপজেলা চেয়ারম্যান তার অনুভূতি প্রকাশ করে সকলকে ভ্যাকসিন গ্রহণের জন্য বলেন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পৃথীর অনেক দেশের আগেই তাঁর সঠিক নেতৃত্বের কারণেই আমরা অল্প সময়ে টিকাগুলি পাচ্ছি।
.
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সারওয়ার আলম বলেন, অনেকের মধ্যে ভয়-ভীতি, নানা ধরণের গুজব চলছে এগুলো আর যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ৫৫ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারওয়ার আলম, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিধসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :