সুন্দরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন
- Update Time : ০২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / 118
এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ।
.
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত টিকাদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মন্ডল, সমাজসেবা অফিসার গৌতম কুমার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম, ডাঃ শুভ্রাংশু সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শফিকুল ইসলাম অবুঝ।
.
পরে টিকা গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনিক কুমার মন্ডল, পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রেজাউল আলম রাজু, সেনাবাহিনীর সদস্য আব্দুল মাজেদ জুলফিকার, পুলিশ সদস্য মজনু মিয়া, রায়হানুজ্জামান, যোগেন্দ্রনাথ বর্মণ, আশামনী সহ উপজেলার বিভিন্ন এলাকার ১’শ জন প্রথম দিন টিকা গ্রহণ করেন।
.
এ সময় সাংবাদিক, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :