‘মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা গ্রহণযোগ্যতা হারিয়েছে’

  • Update Time : ০২:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 142
মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
.

শনিবার (৬ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় বানোয়াট-প্রবণতা বেড়েছে। একসাথে ছবি থাকলেই কেউ দেহরক্ষী হয় না। আল জাজিরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আল জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে। আগেও তারা ভুল তথ্য প্রচার করেছে। সরকার আরও যাচাই করবে আল জাজিরার বিষয়ে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন অপরাধ নানা মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। জেনে যায় সারা বিশ্ব, ক্ষুণ্ন হয় দেশের ভাবমূর্তি। উন্নত দেশগুলোতে কোনো অংশেই অপরাধ কম হয় না, কিন্তু তারা সামাল দিতে পারে। ওইসব দেশের ভেতরে ও বাইরে সেসব খবর ছড়ায় না।

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, রাখাইনে সেনারা গিয়েছিলেন পরিদর্শনে। সেনারা অভয় দিয়েছেন সমাধানের। রাখাইন থেকে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে।

মিয়ানমারের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, দু’দেশের বৈঠক স্থগিত। তারা আর কিছু জানায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


‘মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা গ্রহণযোগ্যতা হারিয়েছে’

Update Time : ০২:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
.

শনিবার (৬ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় বানোয়াট-প্রবণতা বেড়েছে। একসাথে ছবি থাকলেই কেউ দেহরক্ষী হয় না। আল জাজিরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আল জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে। আগেও তারা ভুল তথ্য প্রচার করেছে। সরকার আরও যাচাই করবে আল জাজিরার বিষয়ে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন অপরাধ নানা মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। জেনে যায় সারা বিশ্ব, ক্ষুণ্ন হয় দেশের ভাবমূর্তি। উন্নত দেশগুলোতে কোনো অংশেই অপরাধ কম হয় না, কিন্তু তারা সামাল দিতে পারে। ওইসব দেশের ভেতরে ও বাইরে সেসব খবর ছড়ায় না।

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, রাখাইনে সেনারা গিয়েছিলেন পরিদর্শনে। সেনারা অভয় দিয়েছেন সমাধানের। রাখাইন থেকে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে।

মিয়ানমারের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, দু’দেশের বৈঠক স্থগিত। তারা আর কিছু জানায়নি।