আজ কাবিলার জন্মদিন
- Update Time : ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / 286
মো:শুভ ইসলাম:
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ড্রামা সিরিজের “ব্যাচলর পয়েন্ট” এর কাবিলা চরিত্রে অভিনয় করা সকল তরুণদের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের জন্ম দিন আজ।
.
নাটকের কাবিলা চরিত্রে জন্য তিনি জিয়াউল হক পলাশ থেকে কাবিলা নামেই বেশ জনপ্রিয়। তার চাপাবাজী অভিনয়ের জন্য বিনোদন প্রিয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
.
তিনি ১৯৯৩ সালের ৩রা ফেব্রুয়ারী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন। ২০১০ সালে গর্ভাঃ ল্যাবরেটরী হাইস্কুল থেকে এসএসসি পাশ ও ২০১৩ সালে এইচএসসি পাশ করেন। এবং তিতুমীর কলেজ থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে থেকে আনার্স পাশ করেন।
.
তিনি কালিকাপুর গ্রামের সন্তান হলেও তিনি তার শৈশব, কৈশোর কাটিয়েছেন ঢাকার নাখালপাড়ায়। অভিনয় করার চেয়ে নাটক নির্মানে সে ছিলো বেশি মনোযোগী। তবে নির্মাতা থেকে অভিনয়ে আসাটা পলাশের (কাবিলা) জন্য ছিলো একটি কাকতালীয় ব্যাপার। কোনো এক নির্মাতা বড় ভাইয়ের প্রস্তাব পেয়ে না করতে না` পেরে প্রথম অভিনয় করেন ট্যাটু নাটকে। তারপর নাজনীন হাসান চুমকির পরিচালনায় ২০১৭ সালে “জার্নি বাই লঞ্চ” নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সকলের কাছে পরিচিতি লাভ করেন। তবে তিনি বলেন দিনশেষে তার পরিচয় এক জন পরিচালক।
.
অভিনেতার চেয়ে পরিচালক হিসাবে সে বেশি স্বচ্ছন্দবোধ করেন। স্বপ্ন আছে একদিন চলচ্চিত্র নির্মাতা করবেন। তবে বর্তমানে তিনি বেশি সময় দিচ্ছেন অভিনয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ইশতিয়াক আহমেদর সঙ্গেও। তবে তিনি সবচেয়ে বেশি কাজ করছেন।
.
জনপ্রিয় পরিচালক কাজল আরিফিন ওমির সঙ্গে। পরিচালক ওমি ভালোবেসে তাকে সবমসময় ছোট ভাইয়ের মতোই পাশে রাখে। তার পরিচালিত প্রথম নাটক, “ফ্রেন্ড উইথ বেনিফিট”।
Tag :