২০টি দেশ থেকে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

  • Update Time : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 140
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেয়ার পর বিশ্বের ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
.

আজ বুধবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।এর আগে মঙ্গলবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেয়ার পর তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, জাপান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি,  ব্রাজিল, পর্তুগাল ও তুরস্কসহ বেশ কিছু দেশ।

এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে। তবে এসব দেশে থাকা সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবেন।

এর আগে গত ৩রা জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেয় দেশটি। এছাড়া ২১শে ডিসেম্বর হঠাৎ করেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।

Tag :

Please Share This Post in Your Social Media


২০টি দেশ থেকে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

Update Time : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেয়ার পর বিশ্বের ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
.

আজ বুধবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।এর আগে মঙ্গলবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেয়ার পর তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, জাপান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি,  ব্রাজিল, পর্তুগাল ও তুরস্কসহ বেশ কিছু দেশ।

এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে। তবে এসব দেশে থাকা সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত থাকবেন।

এর আগে গত ৩রা জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেয় দেশটি। এছাড়া ২১শে ডিসেম্বর হঠাৎ করেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।