আপত্তি নেই বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দিতে : ইউজিসি
- Update Time : ১০:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / 230
মো: শুভ ইসলাম:
দীর্ঘ ১১ মাস ধরে কোভিড ১৯ এর জন্য বন্ধ রাখা হয়েছে দেশের সকল ধরনে শিক্ষা প্রতিষ্ঠান। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার নিদেশনা দিয়েছে সরকার। বে সরকারি বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেওয়ার ব্যাপারে ইউজিসি বলেছে যে, “শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির শেষে চাইলেই বিশ্ববিদ্যালয় গুলো খুলে দিতে পারবে স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ”।
.
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোঃ মুহাম্মদ আলমগীর বলেন, “যদি সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি নিদেশনা তুরে নেয় তখন বিশ্ববিদ্যালয় গুলো তাদের নিজিস্ব যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট রয়েছে সেখানে আলোচনা করে এই পরিস্থিতিতে কোন পরিসরে খুলবে তার সিদ্ধান্ত নিবে।
.
এ ব্যাপারে ইউজিসির কোনো বাধা বা আপত্তি নেই”। তবে অন্যান শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই করোনা কালীন সময়ে অনলাইনে তাদের শিক্ষা কর্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেশন জোট নিরশনে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষাও নিয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাসে এসে ক্লাসে ফিরতে চায়। তাদের মতে যথাযথ স্বাস্থ্যবিধি মনে অতি দ্রুতই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জোর দাবি তাদের।
.
কিন্তু এই করোনা কালীন মূহুর্তে বিশ্ববিদ্যালয় খুলে দিতে আগ্রহী না` বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম বলেন, “আমরা এখনো বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রস্তুতি নেই নি। প্রস্ততি নেওয়া টা খুব বেশি দিনের ব্যাপার নয়, তবে একটি পরিকল্পনা লাগবে”।
.
এছাড়াও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি নিতে খুব বেশি সময় লাগবে না। তবে শিক্ষার্থী এবং অভিভাবকদের একটু সময় দিতে হবে”।
Tag :