সুন্দরগঞ্জে অসহায় বৃদ্ধাকে টিন ও নগদ অর্থ দিলেন ইউএনও
- Update Time : ০৭:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / 145
এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় বৃদ্ধাকে ঘরের জন্য টিন ও নগদ অর্থ তুলে দিলেন দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ।
.
শনিবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটি চাচিয়া গ্রামের শরিতন বেওয়ার হাতে দুইবান টিন ও নগদ ছয় হাজার টাকা তুলে দেয়া হয়। একই সাথে মিস্ত্রি দিয়ে ঘর তৈরীর ব্যবস্থাও করেন তিনি।
.
এছাড়াও, অসহায় শরিতন বেওয়ার চিকিৎসার সামগ্রিক ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন তিনি।
.
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম অবুঝ, এনামুল হক, লিয়ন রানা প্রমূখ।
.
বসবাসের জন্য ছোট্ট একটি টিনের ঘর পেয়ে পেয়ে শরিতন বেওয়া বলেন, ‘আল্লাহ্ যেন স্যারের ভাল করে এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই মুজিব বর্ষের উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধার বসবাসের জন্য টিনের ঘরের ব্যবস্থা করা হয়েছে।
Tag :