শনিবার সকালে পতেঙ্গা থেকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে।
এরআগে, গতকাল তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পতেঙ্গা বিএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়।
আজ সকাল থেকে তাদের জাহাজে তোলা হচ্ছে। তৃতীয় দফায় দুটি ভাগে তাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম দফায় শুক্রবার ১৭শ ৭৮ জন রোহিঙ্গাকে নেয়া হয় ভাসানচরে।
রোহিঙ্গারা জানান, স্বেচ্ছায় তারা ভাসানচরে যাচ্ছে, তাদের কেউ জোর করেনি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রোহিঙ্গাদের আরও একটি দলকে চতুর্থ দফায় ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
২০২০ সালের ৪ঠা ও ২৯শে ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪শ ৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।