মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

  • Update Time : ০৪:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 116

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলার ইপিআই ভবনে টিকাগুলো পৌঁছায়।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হাসান জানান-করোনা প্রতিরোধকারী করোনা ভ্যাকসিন পৌঁছেছে। ৫টি কার্টুনে ৬ হাজার ভায়াল। এতে মোট ৬০ হাজার ডোজ টিকা রয়েছে । ইপিএই ভবনে ভ্যাকসিন সংরক্ষণে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাখা হয়েছে এসব করোনা ভ্যাকসিন।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে আরো জানা যায় টিকাদান কর্মসূচিকে সামনে রেখে মৌলভীবাজার সদর হাসপাতালসহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্ততি নেয়া হয়েছে। সঠিকভাবে কর্মসূচি সমন্বয় ও বাস্তবায়নের জন্য মৌলভীবাজার সিভিল সার্জনকে সভাপতি করে গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট ‘করোনা টিকা গ্রহণ কমিটি’।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এর মধ্যে মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ থাকবেন। জেলা সদর হাসপাতালের আটটি বুথে ১৬ জন টিকা দানকারী ও ৩২জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাদান শুরু হতে পারে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ১৫টি মানদণ্ডে প্রথম ধাপে টিকা দেয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, মুক্তেযোদ্ধা,সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, ব্যাংক বীমা প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখযোদ্ধারা।

Tag :

Please Share This Post in Your Social Media


মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

Update Time : ০৪:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলার ইপিআই ভবনে টিকাগুলো পৌঁছায়।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হাসান জানান-করোনা প্রতিরোধকারী করোনা ভ্যাকসিন পৌঁছেছে। ৫টি কার্টুনে ৬ হাজার ভায়াল। এতে মোট ৬০ হাজার ডোজ টিকা রয়েছে । ইপিএই ভবনে ভ্যাকসিন সংরক্ষণে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাখা হয়েছে এসব করোনা ভ্যাকসিন।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে আরো জানা যায় টিকাদান কর্মসূচিকে সামনে রেখে মৌলভীবাজার সদর হাসপাতালসহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্ততি নেয়া হয়েছে। সঠিকভাবে কর্মসূচি সমন্বয় ও বাস্তবায়নের জন্য মৌলভীবাজার সিভিল সার্জনকে সভাপতি করে গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট ‘করোনা টিকা গ্রহণ কমিটি’।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এর মধ্যে মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ থাকবেন। জেলা সদর হাসপাতালের আটটি বুথে ১৬ জন টিকা দানকারী ও ৩২জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাদান শুরু হতে পারে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ১৫টি মানদণ্ডে প্রথম ধাপে টিকা দেয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, মুক্তেযোদ্ধা,সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, ব্যাংক বীমা প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখযোদ্ধারা।