বিশাল নুনিয়া সম্পাদিত ম্যাগাজিন চা শ্রমিক ও বিপ্লব মোড়ক উন্মোচন

  • Update Time : ০২:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 196
লিটন মুন্ডা , চুনারুঘাট প্রতিনিধি:
চা শ্রমিকদের গর্ব মাজদিহি চা বাগানের কৃতি সন্তান কবি সাহিত্যিক বিশাল নুনিয়া সম্পাদিত প্রকাশিত হতে যাচ্ছে “ চা শ্রমিক ও বিপ্লব ,, যার ব্যবস্তাপনায় করেছে ” চা সাহিত্য একাডমী ” – সহযোগী সম্পাদনায় রয়েছেন – রাজিব নুনিয়া , নির্বাহী সম্পাদনায় রয়েছে- রানা নুনিয়া , ইন্দ্রজিৎ কৈরী, কাব্য ছত্রী , প্রচ্ছদ ও অলংকরণ করেছেন – সাংবাদিক রুপম তাঁতী , সার্বিক সহযোগীতায় রয়েছেন – রাজু নুনিয়া , সাংবাদিক লিটন মুন্ডা , স্বপন কুমার নুনিয়া , সাংবাদিক রাম সিং , বিকাশ বেনবংশী , আপন গোয়ালা , সাংবাদিক রাজেশ ভৌমিক , সাংবাদিক রিপন মৃর্ধা , সাগর নুনিয়া।
.
বইটি আসার আগেই প্রতিটি চা বাগানে জনপ্রিয়তার আলোড়ন সৃস্টি করেছে এই বইটি প্রি- অর্ডার এ পর্যন্ত শতাধিকের ছুই ছুই।
.
যাদের অসাধারণ লেখায় সজ্জিত হয়েছে “চা শ্রমিক ও বিপ্লব ” – মাজদিহি চা বাগানের বিশাল নুনিয়া , লিয়াকত আলী , রানা নুনিয়া , সত্যজিৎ নুনিয়া , মাধবপুর চা বাগানের – নয়ন কৈরী , দলই চা বাগানের – কানাইলাল পাশী , হবিগন্জ বানিয়াচং এর অনির্বাণ চন্দ , সোনারুপা চা বাগানের সীমন্ত তেলী , ক্লিভডন চা বাগানের সূজন কৈরী ও অনুপ রাজপ্রধান , নিউ সমনবাগ চা বাগানের – সন্জয় সাঁওতাল , নালুয়া চা বাগানের – পিংকু গৌড় , শিববাড়ীর উজ্জ্বল কূর্মী , পাত্রখলা চা বাগানের কাব্য ছত্রী , লাখাই চা বাগানের প্রীতি কূর্মি , খেজুরী চা বাগানের সাজু গোয়ালা।
.
রোববার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে “ চা শ্রমিক ও বিপ্লব ,, এর উন্মেচন করা হয়। রাজীব নুনিয়া, রানা নুনিয়া, সুজিত দাশ,বিজয় নুনিয়া, আপন গোয়ালা,ইমন আহমেদ বিধান শীল, শ্রীনারায়ন গোয়ালা, গৌরা গোয়ালা, প্রদীপ নুনিয়া, সত্যজিৎ নুনিয়া আরো অনেকে।
Tag :

Please Share This Post in Your Social Media


বিশাল নুনিয়া সম্পাদিত ম্যাগাজিন চা শ্রমিক ও বিপ্লব মোড়ক উন্মোচন

Update Time : ০২:২০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
লিটন মুন্ডা , চুনারুঘাট প্রতিনিধি:
চা শ্রমিকদের গর্ব মাজদিহি চা বাগানের কৃতি সন্তান কবি সাহিত্যিক বিশাল নুনিয়া সম্পাদিত প্রকাশিত হতে যাচ্ছে “ চা শ্রমিক ও বিপ্লব ,, যার ব্যবস্তাপনায় করেছে ” চা সাহিত্য একাডমী ” – সহযোগী সম্পাদনায় রয়েছেন – রাজিব নুনিয়া , নির্বাহী সম্পাদনায় রয়েছে- রানা নুনিয়া , ইন্দ্রজিৎ কৈরী, কাব্য ছত্রী , প্রচ্ছদ ও অলংকরণ করেছেন – সাংবাদিক রুপম তাঁতী , সার্বিক সহযোগীতায় রয়েছেন – রাজু নুনিয়া , সাংবাদিক লিটন মুন্ডা , স্বপন কুমার নুনিয়া , সাংবাদিক রাম সিং , বিকাশ বেনবংশী , আপন গোয়ালা , সাংবাদিক রাজেশ ভৌমিক , সাংবাদিক রিপন মৃর্ধা , সাগর নুনিয়া।
.
বইটি আসার আগেই প্রতিটি চা বাগানে জনপ্রিয়তার আলোড়ন সৃস্টি করেছে এই বইটি প্রি- অর্ডার এ পর্যন্ত শতাধিকের ছুই ছুই।
.
যাদের অসাধারণ লেখায় সজ্জিত হয়েছে “চা শ্রমিক ও বিপ্লব ” – মাজদিহি চা বাগানের বিশাল নুনিয়া , লিয়াকত আলী , রানা নুনিয়া , সত্যজিৎ নুনিয়া , মাধবপুর চা বাগানের – নয়ন কৈরী , দলই চা বাগানের – কানাইলাল পাশী , হবিগন্জ বানিয়াচং এর অনির্বাণ চন্দ , সোনারুপা চা বাগানের সীমন্ত তেলী , ক্লিভডন চা বাগানের সূজন কৈরী ও অনুপ রাজপ্রধান , নিউ সমনবাগ চা বাগানের – সন্জয় সাঁওতাল , নালুয়া চা বাগানের – পিংকু গৌড় , শিববাড়ীর উজ্জ্বল কূর্মী , পাত্রখলা চা বাগানের কাব্য ছত্রী , লাখাই চা বাগানের প্রীতি কূর্মি , খেজুরী চা বাগানের সাজু গোয়ালা।
.
রোববার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে “ চা শ্রমিক ও বিপ্লব ,, এর উন্মেচন করা হয়। রাজীব নুনিয়া, রানা নুনিয়া, সুজিত দাশ,বিজয় নুনিয়া, আপন গোয়ালা,ইমন আহমেদ বিধান শীল, শ্রীনারায়ন গোয়ালা, গৌরা গোয়ালা, প্রদীপ নুনিয়া, সত্যজিৎ নুনিয়া আরো অনেকে।