‘কমান্ডো’ মুভি নিষিদ্ধ ও চাঁদপুরে শুটিং বন্ধের দাবিতে মানববন্ধন

  • Update Time : ১১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 156
শাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো’ মুভি ইসলাম ও মুসলমানদের অবমাননাকর দাবি করে তা নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
.
একই সাথে ইসলাম বিরোধী ‘কমান্ডো’ মুভির ডিরেক্টর ও প্রোডিউসারকে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আগামী ১৬,১৭ ও ১৮ জানুয়ারি চাঁদপুরে এই মুভির শুটিং নিষিদ্ধের দাবি করেন জেলার শীর্ষ আলেম- ওলামাগণ।
.
বুধবার (৬ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।
.
এতে জেলা কাওমী সংগঠন ও জেলার শীর্ষ আলেম- ওলামাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
.
চাঁদপুর জেলা কাওমি যুব সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আবুল হাসানাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কাওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসাইন প্রমুখ।
.
বক্তারা বলেন, শাপলা মিডিয়া প্রযোজিত ও শামিম আহমেদ রণি পরিচালিত ‘কমান্ডো’ মুভিতে ইসলাম ও মুসলমানদের চরম অবমাননা করা হয়েছে। এই মুভিতে ইসলাম এবং মুসলমানদের নামে অপব্যাখ্যা দেয়া হয়েছে। অথচ গোটা বিশ্ববাসী জানে এবং মানে যে, ইসলাম হলো শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম ধর্মের অনুসারী প্রকৃত মুসললমাররা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে, মানুষ হত্যা করে তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হতে পারে না। অথচ কমান্ডো মুভিতে আমাদের ইসলাম এবং কলমাকে চরমভাবে অবমাননা করা হয়েছে।
.
বক্তারা আরো বলেন, আমাদের জন্য সবচেয়ে দুঃখ এবং লজ্জাজনক হল এই সিনেমার প্রযোজক চাঁদপুরের সন্তান। আমরা বিশ্বাস করি তিনি হয়তো নিজে এই সিনেমার কাহিনী সম্পর্কে জানেন না। কারণ, কলেমা এবং ইসলাম যেমনিভাবে আমাদের তেমনিভাবে এই সিনেমার প্রযোজক সেলিম খানের। তার পিতা এবং পূর্বপুরুষগণও নিশ্চই ইসলামী পোশাক পরিধান করেছেন। তাই আমরা বিশ্বাস করি তিনি নিশ্চয়ই ইসলাম, কালেমা, ইসলামী পোশাক এবং মুসলমাদের অবমানা করে রচিত এই সিনেমা বানানো থেকে ফিরে আসবেন।
.
আপনারা দেশ নিয়ে সিনেমা বানান, বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানান। কিন্তু ইসলাম এবং মুসলমানকে অবমাননা করে সিনেমা বানাবেন না। বক্তারা হুশিয়ার করে বলেন, আমরা জেনেছি এই মাসে চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিং করা হবে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যেকোন মূল্যেই হোক চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিয়ে নিষেধাজ্ঞা জারি করুন। না হয় চাঁদপুরে তৌহিদী জনতা এই শুটিংয়স্পর্ট ঘেরাও করবে।
.
চাঁদপুর শান্তির শহর। কমান্ডো মুভিে শুটিংকে ঘিরে এখানে কোন বৃশৃঙ্খলা ঘটলে এর দায়-দায়িত্ব শাপলা মিডিয়ার প্রযোজককে নিতে হবে। কোন অবস্থাতেই আমরা চাঁদপুরের মাটিতে কমান্ডো সিনেমা মুভির শুটিং করতে দিব না। মানববন্ধন শেষে চাঁদপুরে কমান্ডো মুভির শুটিং নিষিদ্ধের দাবিতে চাঁদপুর জেলা কওমী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
Tag :

Please Share This Post in Your Social Media


‘কমান্ডো’ মুভি নিষিদ্ধ ও চাঁদপুরে শুটিং বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ১১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
শাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো’ মুভি ইসলাম ও মুসলমানদের অবমাননাকর দাবি করে তা নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
.
একই সাথে ইসলাম বিরোধী ‘কমান্ডো’ মুভির ডিরেক্টর ও প্রোডিউসারকে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আগামী ১৬,১৭ ও ১৮ জানুয়ারি চাঁদপুরে এই মুভির শুটিং নিষিদ্ধের দাবি করেন জেলার শীর্ষ আলেম- ওলামাগণ।
.
বুধবার (৬ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা কাওমী যুব সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।
.
এতে জেলা কাওমী সংগঠন ও জেলার শীর্ষ আলেম- ওলামাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
.
চাঁদপুর জেলা কাওমি যুব সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আবুল হাসানাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কাওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসাইন প্রমুখ।
.
বক্তারা বলেন, শাপলা মিডিয়া প্রযোজিত ও শামিম আহমেদ রণি পরিচালিত ‘কমান্ডো’ মুভিতে ইসলাম ও মুসলমানদের চরম অবমাননা করা হয়েছে। এই মুভিতে ইসলাম এবং মুসলমানদের নামে অপব্যাখ্যা দেয়া হয়েছে। অথচ গোটা বিশ্ববাসী জানে এবং মানে যে, ইসলাম হলো শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম ধর্মের অনুসারী প্রকৃত মুসললমাররা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে, মানুষ হত্যা করে তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হতে পারে না। অথচ কমান্ডো মুভিতে আমাদের ইসলাম এবং কলমাকে চরমভাবে অবমাননা করা হয়েছে।
.
বক্তারা আরো বলেন, আমাদের জন্য সবচেয়ে দুঃখ এবং লজ্জাজনক হল এই সিনেমার প্রযোজক চাঁদপুরের সন্তান। আমরা বিশ্বাস করি তিনি হয়তো নিজে এই সিনেমার কাহিনী সম্পর্কে জানেন না। কারণ, কলেমা এবং ইসলাম যেমনিভাবে আমাদের তেমনিভাবে এই সিনেমার প্রযোজক সেলিম খানের। তার পিতা এবং পূর্বপুরুষগণও নিশ্চই ইসলামী পোশাক পরিধান করেছেন। তাই আমরা বিশ্বাস করি তিনি নিশ্চয়ই ইসলাম, কালেমা, ইসলামী পোশাক এবং মুসলমাদের অবমানা করে রচিত এই সিনেমা বানানো থেকে ফিরে আসবেন।
.
আপনারা দেশ নিয়ে সিনেমা বানান, বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানান। কিন্তু ইসলাম এবং মুসলমানকে অবমাননা করে সিনেমা বানাবেন না। বক্তারা হুশিয়ার করে বলেন, আমরা জেনেছি এই মাসে চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিং করা হবে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যেকোন মূল্যেই হোক চাঁদপুরে কমান্ডো সিনেমার শুটিয়ে নিষেধাজ্ঞা জারি করুন। না হয় চাঁদপুরে তৌহিদী জনতা এই শুটিংয়স্পর্ট ঘেরাও করবে।
.
চাঁদপুর শান্তির শহর। কমান্ডো মুভিে শুটিংকে ঘিরে এখানে কোন বৃশৃঙ্খলা ঘটলে এর দায়-দায়িত্ব শাপলা মিডিয়ার প্রযোজককে নিতে হবে। কোন অবস্থাতেই আমরা চাঁদপুরের মাটিতে কমান্ডো সিনেমা মুভির শুটিং করতে দিব না। মানববন্ধন শেষে চাঁদপুরে কমান্ডো মুভির শুটিং নিষিদ্ধের দাবিতে চাঁদপুর জেলা কওমী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি