বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ১৫

  • Update Time : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 144
নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

.
জানা যায়, আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস প্রিন্স উপজেলার কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় বাসে আগুন ধরে যায়। এরপর যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়েন।

এ সময় জানালা দিয়ে নামতে গিয়ে এবং যাত্রীদের ঠেলাঠেলিতে নারীসহ প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বগুড়ার স্বামী-স্ত্রী এনামুল হক (৫০) ও হাসনা বানুর (৪৫) অবস্থা আশঙ্কাজনক।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাসের অনেকাংশই পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ১৫

Update Time : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

.
জানা যায়, আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস প্রিন্স উপজেলার কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় বাসে আগুন ধরে যায়। এরপর যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়েন।

এ সময় জানালা দিয়ে নামতে গিয়ে এবং যাত্রীদের ঠেলাঠেলিতে নারীসহ প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বগুড়ার স্বামী-স্ত্রী এনামুল হক (৫০) ও হাসনা বানুর (৪৫) অবস্থা আশঙ্কাজনক।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাসের অনেকাংশই পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।