চুনারুঘাটে চা শ্রমিকদের কর্মবিরতী ও মানববন্ধন

  • Update Time : ১১:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 240
লিটন মুন্ডা , চুনারুঘাট প্রতিনিধি :
শারদীয় দূর্গা পুজা উৎসব এর আগে চা-শ্রমিকদের অবিলম্বে ২০০ টাকা মজুরী বৃদ্ধি ও ২২ মাসের বকেয়া বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে নালুয়া চা-বাগান সহ চুনারুঘাটের আরো ২৩ টি চা-বাগানের চা শ্রমিকবৃন্দ।
.
আজ ৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় নালুয়া চা-বাগানের বাগান অফিসের বাইরে নালুয়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ভূপেন্দ্র ওরাঁও এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমাকান্ত মুন্ডার পরিচালনায় নালুয়া চা বাগানে ২ ঘন্টার কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্টিত হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চুনারুঘাট শাখার সভাপতি – কপিল ওরাঁও , সাবেক বাগান সভাপতি – স্বপন তাঁতী , সাংবাদিক লিটন মুন্ডা , দেবরাম মুন্ডা , শশাংকর রুদ্র পাল , অকলু ঝরা , আকাশ মুন্ডা , জগদীশ ভৌমিক , চা শ্রমিক নেত্রী কাজলী রুদ্র পাল , মন্জু মুন্ডা প্রমূখ।
Tag :

Please Share This Post in Your Social Media


চুনারুঘাটে চা শ্রমিকদের কর্মবিরতী ও মানববন্ধন

Update Time : ১১:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
লিটন মুন্ডা , চুনারুঘাট প্রতিনিধি :
শারদীয় দূর্গা পুজা উৎসব এর আগে চা-শ্রমিকদের অবিলম্বে ২০০ টাকা মজুরী বৃদ্ধি ও ২২ মাসের বকেয়া বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে নালুয়া চা-বাগান সহ চুনারুঘাটের আরো ২৩ টি চা-বাগানের চা শ্রমিকবৃন্দ।
.
আজ ৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় নালুয়া চা-বাগানের বাগান অফিসের বাইরে নালুয়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ভূপেন্দ্র ওরাঁও এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমাকান্ত মুন্ডার পরিচালনায় নালুয়া চা বাগানে ২ ঘন্টার কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্টিত হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চুনারুঘাট শাখার সভাপতি – কপিল ওরাঁও , সাবেক বাগান সভাপতি – স্বপন তাঁতী , সাংবাদিক লিটন মুন্ডা , দেবরাম মুন্ডা , শশাংকর রুদ্র পাল , অকলু ঝরা , আকাশ মুন্ডা , জগদীশ ভৌমিক , চা শ্রমিক নেত্রী কাজলী রুদ্র পাল , মন্জু মুন্ডা প্রমূখ।