ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান
Update Time :
০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
/ 172
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নতুন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) বঙ্গভবনে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।
.
ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন।.ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে গত ৬ জুলাই যোগ দেন লি জ্যাং কেয়ান। পেশাদার কূটনীতিক লি জ্যাং কেয়ান জেনেভায় জাতিসংঘে স্থায়ী মিশনে কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।.এছাড়াও তিনি অস্ট্রিয়া, হাঙ্গেরি, মরোক্কো ও নিউইয়র্কের জাতিসংঘের কোরিয়া মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।.এর আগে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে হু কং ইল দায়িত্ব পালন করে আসছিলেন।