গণপরিবহনে একাকী ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা

  • Update Time : ০৭:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 214

 

আপনার নিরাপত্তার স্বার্থে নিন্মের পরামর্শ সমুহ অনুসরণ করতে পারেন

 কোন গাড়িতে যাত্রী সংখ্যা খুব কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সম্বলিত গাড়ির জন্য অপেক্ষা করুন।

 একাকী ভ্রমণের সময় গাড়িতে ঘুম পরিহারের চেষ্টা করুন।

 বিভিন্ন স্টপেজে যাত্রী নেমে গিয়ে গাড়িতে যাত্রী সংখ্যা খুব কমে এলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকুন।

 এমন পরিস্থিতিতে আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চ শব্দে (গাড়ির ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) আপনার গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমনকি, সে মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন তার সংখ্যা এবং গাড়ির স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে পারেন।

 আপনার গন্তব্যে পোঁছার পূর্বেই গাড়ির সব যাত্রীরা নেমে গেলে তাদের সাথে সে স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে মোবাইলে কল করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন।

 এ সময় আপনাকে নিতে আসা ব্যক্তিটি ঐ স্থানে এসে না পৌঁছানো পর্যন্ত, প্রয়োজন মনে করলে, আপনার সাথে থাকার জন্য যাত্রীদের মধ্য হতে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে পারেন কিংবা যদি অনিরাপদ বোধ করেন তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।

 এছাড়াও, গাড়িতে যাত্রীর সংখ্যা খবু কম থাকা অবস্থায় যদি গাড়ির ভেতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক কোন চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই গাড়ির দরজা এবং জানালা বন্ধ করে দিতে দেখেন, তাহলে দেরী না করে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান।

একাকী ভ্রমণের ক্ষেত্রে যে কোনো সময় আপনি অনিরাপদ বোধ করলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায়্য নিতে পারেন।

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি।

Tag :

Please Share This Post in Your Social Media


গণপরিবহনে একাকী ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা

Update Time : ০৭:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

 

আপনার নিরাপত্তার স্বার্থে নিন্মের পরামর্শ সমুহ অনুসরণ করতে পারেন

 কোন গাড়িতে যাত্রী সংখ্যা খুব কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সম্বলিত গাড়ির জন্য অপেক্ষা করুন।

 একাকী ভ্রমণের সময় গাড়িতে ঘুম পরিহারের চেষ্টা করুন।

 বিভিন্ন স্টপেজে যাত্রী নেমে গিয়ে গাড়িতে যাত্রী সংখ্যা খুব কমে এলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকুন।

 এমন পরিস্থিতিতে আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চ শব্দে (গাড়ির ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) আপনার গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমনকি, সে মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন তার সংখ্যা এবং গাড়ির স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে পারেন।

 আপনার গন্তব্যে পোঁছার পূর্বেই গাড়ির সব যাত্রীরা নেমে গেলে তাদের সাথে সে স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে মোবাইলে কল করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন।

 এ সময় আপনাকে নিতে আসা ব্যক্তিটি ঐ স্থানে এসে না পৌঁছানো পর্যন্ত, প্রয়োজন মনে করলে, আপনার সাথে থাকার জন্য যাত্রীদের মধ্য হতে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে পারেন কিংবা যদি অনিরাপদ বোধ করেন তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।

 এছাড়াও, গাড়িতে যাত্রীর সংখ্যা খবু কম থাকা অবস্থায় যদি গাড়ির ভেতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক কোন চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই গাড়ির দরজা এবং জানালা বন্ধ করে দিতে দেখেন, তাহলে দেরী না করে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান।

একাকী ভ্রমণের ক্ষেত্রে যে কোনো সময় আপনি অনিরাপদ বোধ করলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায়্য নিতে পারেন।

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি।