দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫৭তম দিনে আজ মঙ্গলবার (১১ আগস্ট), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।
এদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন ২ কোটি ২ লাখের বেশি মানুষ। তবে, ১ কোটি ৩১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।