করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

  • Update Time : ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • / 151

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কামড় থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপি ব্যক্তিরা। সকলেই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। সোমবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জানান যে তিনি করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন এবং তাঁর রিপোর্ট পজিটিভ এসছে।

এদিন তিনি টুইট করেন, “একটি পৃথক পদ্ধতির জন্য হাসপাতালে গিয়ে আমি আজ কোভিড-১৯ পজিটিভ পরীক্ষা করেছি। গত সপ্তাহে আমার সাথে যোগাযোগ করা লোকদের আমি সেলফ আইসোলেট এবং কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।”

উল্লেখ্য, দেশের করোনার প্রকোপ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রতিদিনই ভাঙছে করোনার সব রেকর্ড। সোমবার সকাল পর্যন্ত ভারতে করোনা ভাইরাস মামলার সংখ্যা ২২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬২,০৬৪ জন, মৃত্যু হয়েছে ১,০০৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২,০৫,০৭৫, এদের মধ্যে সক্রিয় কেস ৬,৩৪,৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৩৫,৭৪৪ এবং মৃত্যু হয়েছে ৪৪,৩৮৬ জন।

শুক্রবারই একদিনে সংক্রমণ ৬০,০০০। দেশে সুস্থতার হার ৬৯.৩৩%। এরই মধ্যে আবার বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের করোনা ভাইরাস শীর্ষ শিখর এখনও আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভারতে গত চার দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রাজিলের চেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা রেকর্ড।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

Update Time : ০৮:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কামড় থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপি ব্যক্তিরা। সকলেই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। সোমবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জানান যে তিনি করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছেন এবং তাঁর রিপোর্ট পজিটিভ এসছে।

এদিন তিনি টুইট করেন, “একটি পৃথক পদ্ধতির জন্য হাসপাতালে গিয়ে আমি আজ কোভিড-১৯ পজিটিভ পরীক্ষা করেছি। গত সপ্তাহে আমার সাথে যোগাযোগ করা লোকদের আমি সেলফ আইসোলেট এবং কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।”

উল্লেখ্য, দেশের করোনার প্রকোপ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রতিদিনই ভাঙছে করোনার সব রেকর্ড। সোমবার সকাল পর্যন্ত ভারতে করোনা ভাইরাস মামলার সংখ্যা ২২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬২,০৬৪ জন, মৃত্যু হয়েছে ১,০০৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২,০৫,০৭৫, এদের মধ্যে সক্রিয় কেস ৬,৩৪,৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৩৫,৭৪৪ এবং মৃত্যু হয়েছে ৪৪,৩৮৬ জন।

শুক্রবারই একদিনে সংক্রমণ ৬০,০০০। দেশে সুস্থতার হার ৬৯.৩৩%। এরই মধ্যে আবার বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের করোনা ভাইরাস শীর্ষ শিখর এখনও আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভারতে গত চার দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রাজিলের চেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা রেকর্ড।