সৈয়দপুরে আবারও অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / 189

 

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে শহীদ জহুরুল হক ও শহীদ জিকরুল হক সড়কে অভিযান চালিয়ে ৩ গোডাউন থেকে প্রায় ৬০’টন পরিবেশ ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়েছে যৌথ অভিযানে।

উদ্ধারকৃত পলিথিন জব্দ করাসহ ৩জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, এনএসআই ও নীলফামারীর র‌্যাব-১৩, যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার এনএসআই’র উপ-পরিচালক খালিদ হাসান, র‌্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার ইমরান খানসহ যৌথবাহিনীর সদস্যরা।

জানা যায়, শহরের ওই সড়কের ৩ গোডাউন মালিক সাবদার হোসেন, আবদুর রশিদ ও ইমরান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও পরিবেশ ক্ষতিকর পলিথিনের ব্যবসা করে আসছিল। উপজেলাসহ বিভিন্ন জেলায় তারা পলিথিন বাজারজাত করে থাকে। ঘটনার দিন এনএসআইয়ের দেয়া তথ্যে ও পরিকল্পনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক কাজী সাইফুদ্দীন উদ্ধারকৃত মালামাল জব্দ করে রংপুর অফিসে নিয়ে যান। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ আইন মোতাবেক গোডাউন মালিকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উল্লেখ্য যে, গত ২৩ জুলাই বৃহস্পতিবার সৈয়দপুর শহরের চাদনগর এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার খোঁজ মিলে।সেদিনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক তারিক ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সেসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পরিদর্শক কাজী সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সৈয়দপুরে আবারও অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Update Time : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০

 

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে শহীদ জহুরুল হক ও শহীদ জিকরুল হক সড়কে অভিযান চালিয়ে ৩ গোডাউন থেকে প্রায় ৬০’টন পরিবেশ ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়েছে যৌথ অভিযানে।

উদ্ধারকৃত পলিথিন জব্দ করাসহ ৩জন ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, এনএসআই ও নীলফামারীর র‌্যাব-১৩, যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার এনএসআই’র উপ-পরিচালক খালিদ হাসান, র‌্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার ইমরান খানসহ যৌথবাহিনীর সদস্যরা।

জানা যায়, শহরের ওই সড়কের ৩ গোডাউন মালিক সাবদার হোসেন, আবদুর রশিদ ও ইমরান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও পরিবেশ ক্ষতিকর পলিথিনের ব্যবসা করে আসছিল। উপজেলাসহ বিভিন্ন জেলায় তারা পলিথিন বাজারজাত করে থাকে। ঘটনার দিন এনএসআইয়ের দেয়া তথ্যে ও পরিকল্পনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক কাজী সাইফুদ্দীন উদ্ধারকৃত মালামাল জব্দ করে রংপুর অফিসে নিয়ে যান। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ আইন মোতাবেক গোডাউন মালিকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উল্লেখ্য যে, গত ২৩ জুলাই বৃহস্পতিবার সৈয়দপুর শহরের চাদনগর এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার খোঁজ মিলে।সেদিনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক তারিক ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সেসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পরিদর্শক কাজী সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।