মুক্তিযুদ্ধের চেতনা পর্যটনকে বিকশিত করার মূলমন্ত্র

  • Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / 151
মহান মুক্তিযুদ্ধের চেতনা পর্যটনকে বিকশিত করার মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত মূল্যবোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটনকে বিকশিত করার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নওগাঁ জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের ও সময়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যেসব স্থাপনা রয়েছে, তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার, পতিসর জমিদার বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পর্যটন স্থাপনা দুর্বৃত্তরা যাতে কোনো রকমে অপদখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পর্যটন গন্তব্যে কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ দিতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটন গন্তব্যগুলোর রাস্তা নির্মাণ, মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

মাহবুব আলী বলেন, স্থানীয় পর্যায়ে পর্যটকের আবাসন সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে। তবে পর্যটকদের জন্য সহজসাধ্য ও সুলভ আবাসন নিশ্চিত করার জন্য স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের নীতিগত সহায়তা দিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আন্তরিক।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন -অর-রশিদের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, নওগাঁর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন।

Tag :

Please Share This Post in Your Social Media


মুক্তিযুদ্ধের চেতনা পর্যটনকে বিকশিত করার মূলমন্ত্র

Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
মহান মুক্তিযুদ্ধের চেতনা পর্যটনকে বিকশিত করার মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত মূল্যবোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটনকে বিকশিত করার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নওগাঁ জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের ও সময়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যেসব স্থাপনা রয়েছে, তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার, পতিসর জমিদার বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পর্যটন স্থাপনা দুর্বৃত্তরা যাতে কোনো রকমে অপদখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পর্যটন গন্তব্যে কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ দিতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটন গন্তব্যগুলোর রাস্তা নির্মাণ, মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

মাহবুব আলী বলেন, স্থানীয় পর্যায়ে পর্যটকের আবাসন সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে। তবে পর্যটকদের জন্য সহজসাধ্য ও সুলভ আবাসন নিশ্চিত করার জন্য স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের নীতিগত সহায়তা দিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আন্তরিক।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন -অর-রশিদের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, নওগাঁর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন।