কালের সাক্ষী শতবর্ষী বটগাছটি হঠাৎ ভেঙে পড়লো

  • Update Time : ০৫:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / 132

ফরিদপুর প্রতিনিধি:

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটবৃক্ষটি সোমবার বিকালে হঠাৎ করে রাস্তার ওপর পরে যায়। এতে রাস্তায় সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামের প্রধান সড়কের পাঁশে সদরপুর ও চরভদ্রাসন সীমানা ঘেঁষে শতবর্ষী এ বটবৃক্ষটি দাঁড়িয়ে ছিলো ১০০ বছরেরও বেশি সময় ধরে।

এদিকে শতবর্ষী বটবৃক্ষটি এক নজর দেখতে দূর-দূরান্তের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসে।

স্থানীয়রা বলছেন, এ বটবৃক্ষটি কালের সাক্ষী হয়ে দাড়িঁয়ে ছিলো। কেন যে আজ হটাৎ করে গাছটি নিজ থেকে একা একা পড়ে গেলো বুঝতে পারছি না।

আবার কেউ কেউ বলছেন, পানি বাড়ার কারণে গাছের গোড়া নরম হয়ে নিচ থেকে গোড়াসহ উঠে পড়েছে। গাছটি হঠাৎ করে উপড়ে পড়ায় স্থানীয় অনেকের মাঝেই এক অজানা রহস্য ও গুঞ্জন চলছে।

উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, এটি অতি প্রাচীন বটবৃক্ষ। আমার অনুমান ইতোমধ্যে গাছটি শততম জন্মদিন পার করেছে। এ বটবৃক্ষতলে কতদিন ক্লান্ত দুপুরে সুশীতল ছায়ায় বিশ্রাম নিয়েছি। স্থানীয়রা এর নিচে বাঁশ দিয়ে বেঞ্চ তৈরি করে দিয়েছেন। খাঁসেরহাট ও দেবনগড়হাটগামী মানুষজন যাতায়াতের পথে এ বটবৃক্ষের নিচে বিশ্রাম নিতেন।

ওই গ্রামের বাসিন্দা মোতা মোল্যা বলেন, ঐতিহ্যবাহী এ বটগাছটি আমি ছোটবেলা থেকে এমনি আকার-আকৃতি দেখে আসছি। তাছাড়া আমাদের পূর্ব-পুরুষদের মুখে এ গাছটির ব্যাপারে নানান গল্প শুনেছি। এ গাছটির নিচে অনেক লোকের সমাগম ঘটতো। মাঝে মাঝে কারা যেনো গাছটির নিচে পুজো-প্রার্থনাও করতো।

জানা যায়, আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামসহ আশেপাশের কয়েক গ্রামের মুরুব্বিরা দূর-দূরান্তের পথিকদের বিশ্রামের কথা ভেবে প্রধান সড়কটির পাশে শত বছর পূর্বে এ বটগাছটি লাগান।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমনি সুলতানা জানান, শুনেছি বটগাছটি বহুদিনের পুরোনো। এ বটগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে এতো বড় বটগাছটি ভেঙে পড়ায় অবাক লাগছে। শুনলাম গাছটি হঠাৎ করে আজ সোমবার বিকালে প্রধান সড়কের ওপর ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাই এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Tag :

Please Share This Post in Your Social Media


কালের সাক্ষী শতবর্ষী বটগাছটি হঠাৎ ভেঙে পড়লো

Update Time : ০৫:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

ফরিদপুর প্রতিনিধি:

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটবৃক্ষটি সোমবার বিকালে হঠাৎ করে রাস্তার ওপর পরে যায়। এতে রাস্তায় সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামের প্রধান সড়কের পাঁশে সদরপুর ও চরভদ্রাসন সীমানা ঘেঁষে শতবর্ষী এ বটবৃক্ষটি দাঁড়িয়ে ছিলো ১০০ বছরেরও বেশি সময় ধরে।

এদিকে শতবর্ষী বটবৃক্ষটি এক নজর দেখতে দূর-দূরান্তের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসে।

স্থানীয়রা বলছেন, এ বটবৃক্ষটি কালের সাক্ষী হয়ে দাড়িঁয়ে ছিলো। কেন যে আজ হটাৎ করে গাছটি নিজ থেকে একা একা পড়ে গেলো বুঝতে পারছি না।

আবার কেউ কেউ বলছেন, পানি বাড়ার কারণে গাছের গোড়া নরম হয়ে নিচ থেকে গোড়াসহ উঠে পড়েছে। গাছটি হঠাৎ করে উপড়ে পড়ায় স্থানীয় অনেকের মাঝেই এক অজানা রহস্য ও গুঞ্জন চলছে।

উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, এটি অতি প্রাচীন বটবৃক্ষ। আমার অনুমান ইতোমধ্যে গাছটি শততম জন্মদিন পার করেছে। এ বটবৃক্ষতলে কতদিন ক্লান্ত দুপুরে সুশীতল ছায়ায় বিশ্রাম নিয়েছি। স্থানীয়রা এর নিচে বাঁশ দিয়ে বেঞ্চ তৈরি করে দিয়েছেন। খাঁসেরহাট ও দেবনগড়হাটগামী মানুষজন যাতায়াতের পথে এ বটবৃক্ষের নিচে বিশ্রাম নিতেন।

ওই গ্রামের বাসিন্দা মোতা মোল্যা বলেন, ঐতিহ্যবাহী এ বটগাছটি আমি ছোটবেলা থেকে এমনি আকার-আকৃতি দেখে আসছি। তাছাড়া আমাদের পূর্ব-পুরুষদের মুখে এ গাছটির ব্যাপারে নানান গল্প শুনেছি। এ গাছটির নিচে অনেক লোকের সমাগম ঘটতো। মাঝে মাঝে কারা যেনো গাছটির নিচে পুজো-প্রার্থনাও করতো।

জানা যায়, আরশাদ মাতুব্বরের ডাঙ্গী (নয়া ডাঙ্গী) গ্রামসহ আশেপাশের কয়েক গ্রামের মুরুব্বিরা দূর-দূরান্তের পথিকদের বিশ্রামের কথা ভেবে প্রধান সড়কটির পাশে শত বছর পূর্বে এ বটগাছটি লাগান।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমনি সুলতানা জানান, শুনেছি বটগাছটি বহুদিনের পুরোনো। এ বটগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে এতো বড় বটগাছটি ভেঙে পড়ায় অবাক লাগছে। শুনলাম গাছটি হঠাৎ করে আজ সোমবার বিকালে প্রধান সড়কের ওপর ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাই এ বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।