বৃষ্টি

  • Update Time : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / 200
     বৃষ্টি    
আব্দুর রহিম
আকাশে চলছে মেঘের ঘনাঘটা,
বাইরে পরছে বৃষ্টি ফোটা ফোটা।।
বারান্দায় আমি রহিয়াছি নিশ্চুপ দাঁড়িয়ে,
মনটা আমার যেতে চাই মেঘেদের মাঝে হারিয়ে।।
.
হঠাৎ করে ইশাণ কোন থেকে
ভেসে আসে মেঘেদের গর্জন,
এ যেন অবধারিত ঝড়ের পূর্বক্ষণ।।
.
মেঘের ছানারা আকাশে করে খেলা,
এক প্রান্ত হতে প্রান্ত তাদের পথচলা।।
হঠাৎ করেই প্রবাহিত হয় দমকা হাওয়া,
হাওয়ার তালে তালে ফসলের দোল খাওয়া।।
.
থেমে থেমে পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকায়,
হৃদয় মাঝে আতংক ছড়ায়।।
এভাবেই কেটে যায় সন্ধ্যা বেলা,
এ যেন স্রস্টার অপরুপ লীলাখেলা।।
.
           লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইংরেজি সাহিত্য বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ। 
.
Tag :

Please Share This Post in Your Social Media


বৃষ্টি

Update Time : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
     বৃষ্টি    
আব্দুর রহিম
আকাশে চলছে মেঘের ঘনাঘটা,
বাইরে পরছে বৃষ্টি ফোটা ফোটা।।
বারান্দায় আমি রহিয়াছি নিশ্চুপ দাঁড়িয়ে,
মনটা আমার যেতে চাই মেঘেদের মাঝে হারিয়ে।।
.
হঠাৎ করে ইশাণ কোন থেকে
ভেসে আসে মেঘেদের গর্জন,
এ যেন অবধারিত ঝড়ের পূর্বক্ষণ।।
.
মেঘের ছানারা আকাশে করে খেলা,
এক প্রান্ত হতে প্রান্ত তাদের পথচলা।।
হঠাৎ করেই প্রবাহিত হয় দমকা হাওয়া,
হাওয়ার তালে তালে ফসলের দোল খাওয়া।।
.
থেমে থেমে পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকায়,
হৃদয় মাঝে আতংক ছড়ায়।।
এভাবেই কেটে যায় সন্ধ্যা বেলা,
এ যেন স্রস্টার অপরুপ লীলাখেলা।।
.
           লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ইংরেজি সাহিত্য বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ। 
.