চিকিৎসা না পেয়ে করোনায় মারা গেলেন বৃদ্ধ

  • Update Time : ০৪:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 166
নোয়াখালী প্রতিনিধি:
চিকিৎসকদের পরামর্শ ছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের লোকজন তা না করে করোনায় আক্রান্ত ৭৫ বছরের মোজাফফর হোসেনকে নিয়ে গেলেন বাড়িতে। এরপর বাড়িতেই তার মৃত্যু হয়।
.

রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত মোজাফফর হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল  ৫৫ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার নাথ জানান, অসুস্থ হওয়ায় গত ১ জুলাই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান ঘোষবাগের বাসিন্দা মোজাফফর হোসেন। পরদিন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। পরে  শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। ১১ জুলাই শনিবার তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যান। এরপর রাতেই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নতুন করে জেলায় আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সদরে ৮, হাতিয়া ১, বেগমগঞ্জ ৪, চাটখিল ৫ ও সেনবাগ উপজেলা ৯ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৪। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮০ ও আইসোলেশনে রয়েছেন ৯৮০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদরের ৭৫১, সুবর্ণচরে ১৬৬, হাতিয়া ৬৩, বেগমগঞ্জে ৬৯৭, সোনাইমুড়ীতে ১৩৮, চাটখিলে ১৪৯, সেনবাগে ১১৫, কোম্পানীগঞ্জে ১৫৬ ও কবিরহাটের বাসিন্দা ২৭৯ জন।

Tag :

Please Share This Post in Your Social Media


চিকিৎসা না পেয়ে করোনায় মারা গেলেন বৃদ্ধ

Update Time : ০৪:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
নোয়াখালী প্রতিনিধি:
চিকিৎসকদের পরামর্শ ছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের লোকজন তা না করে করোনায় আক্রান্ত ৭৫ বছরের মোজাফফর হোসেনকে নিয়ে গেলেন বাড়িতে। এরপর বাড়িতেই তার মৃত্যু হয়।
.

রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত মোজাফফর হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল  ৫৫ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার নাথ জানান, অসুস্থ হওয়ায় গত ১ জুলাই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান ঘোষবাগের বাসিন্দা মোজাফফর হোসেন। পরদিন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। পরে  শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। ১১ জুলাই শনিবার তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যান। এরপর রাতেই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নতুন করে জেলায় আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সদরে ৮, হাতিয়া ১, বেগমগঞ্জ ৪, চাটখিল ৫ ও সেনবাগ উপজেলা ৯ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৪। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮০ ও আইসোলেশনে রয়েছেন ৯৮০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদরের ৭৫১, সুবর্ণচরে ১৬৬, হাতিয়া ৬৩, বেগমগঞ্জে ৬৯৭, সোনাইমুড়ীতে ১৩৮, চাটখিলে ১৪৯, সেনবাগে ১১৫, কোম্পানীগঞ্জে ১৫৬ ও কবিরহাটের বাসিন্দা ২৭৯ জন।