রংপুর মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ
- Update Time : ১২:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / 359
রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
.
“মুজিব বর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য শুক্রবার রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন এর নেতৃত্বে নগরীতে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.
.
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শওকত হোসেন শৈকত, মোঃমাহবুবুজ্জামান মাসুম, সোহান হাসনাত রোমান, আনজুবিন নির্যাস ইবনে নুর, মোঃ মাসুদ পারভেজ,. যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মোর্শেদ তুষার, শফিকুল গনি স্বপন, নূর হোসেন সুজন, সাংঠনিক সম্পাদক আলী আশরাফ দিদার, ফজলে এলাহি তন্ময়, ইয়ামিন হোসেন জীবন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ হাজ্জাজ, ক্রিড়া সম্পাদক মোছাদ্দেক হোসেন বাপ্পি, অর্থ সম্পাদক রাহেল ইসলাম রাংগা, উপ আপ্যায়ন সম্পাদক মোঃ নাঈম হোসেন, উপ ছাত্রবৃত্তি সম্পাদক সেতু কর্মকার প্রমুখ।
.
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নগর ছাত্রলীগ সভাপতি শফিউর রহমান স্বাধীন বলেন, মুজিবর্ষ উপলক্ষে নগরীর ৩৩ টি ওয়ার্ড এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাসব্যাপি ধারাবাহিক বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।
.
.
শফিউর রহমান স্বাধীন বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের গাছ লাগাতে হবে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারাদেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা বনজ, ফলজ ও ভেষজ গাছ রোপণ করছেন।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়া নেত্রীর নির্দেশে জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
Tag :