নীলফামারীর ডিমলায় ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ
- Update Time : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / 232
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায়, নতুন করে একটি বিজিবি’র ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ আজ সোমবার ৬ জুলাই জেলার ডিমলা উপজেলাধীন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মৌজায় তিস্তা ব্যারেজ ব্যাটালিয়ন-১, স্থাপনের নিমিত্তে ভুমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়েছে।
.
আজ দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুমি এ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
.
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোঃ নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, ৫১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইছাহাক, পিএসসি, ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন প্রমুখ।
.
রংপুরের একেবারে উত্তর সীমান্তে মাঝে মধ্যে দেখা যায় কতিপয় অসাধু ব্যবসায়ী ভারতীয় গরুসহ নানা ধরনের মাদকদ্রব্য শুন্যলাইন অতিক্রম করে চোরাকারবারি করে। এইসব অপরাধ দমনে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ডালিয়া ব্যারেজের নিকটে, তিস্তা ব্যারেজ ব্যাটালিয়ন-১ স্থাপনের নিমিত্তে ভুমি অধিগ্রহন করা হয়।
.
ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রত্যাশী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিগনের উপস্থিতিতে এল এ চেক হস্তান্তর করেন এমপি আফতাব উদ্দিন সরকার ও জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।
.
এ সময় বর্ডার এর সুরক্ষা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার, স্থানীয় সংবাদকর্মী, ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Tag :