রাজধানীতে ওয়ালটন শোরুমের মালামাল ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

  • Update Time : ০৪:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 157

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ওয়ালটন প্লাজা (এস টি) শোরুমের লুন্ঠিত মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম, সুমন, রানা ও সাথি।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ১৮টি ওয়ালটন ফ্রিজ যার বাজার মূল্য-৩, ৮২২৮৯ টাকা এবং ০৩টি এলইডি টিভি যার বাজার মূল্য-৫৫৭১৬ টাকা উদ্ধার করা হয়।

আজ রবিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন, ২০২০ রাত অনুমান ১২টার দিকে শেরেবাংলা নগরের পান্থপথে অবস্থিত ওয়ালটন প্লাজা (এস টি) শোরুম হতে মালামাল কিশোরগঞ্জ জেলার ডিলারের নিকট পাঠানোর সময় একটি খালি পিকআপ যোগে ৭/৮জন দুষ্কৃতিকারী ঘটনাস্থলে আসেন। এরপর তাদের হাতে থাকা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ওয়ালটন কোম্পানীর গাড়ির ড্রাইভার ও হেলপারের হাত মুখ বেধে মালামাল নিয়ে চলে যান দুর্বত্তরা।

এ ঘটনায় গত ২৪ জুন, ২০২০ শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, মামলাটি তদন্ত শুরু করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলা তদন্তকালে বিভিন্ন তথ্য- উপাত্তের ভিত্তিতে ১ জুলাই বসিলা থেকে প্রথমে রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি জানান, রবিউলকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাউচর এলাকা থেকে সুমন ও রানাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাথীকে গ্রেফতার করা হয়।

আরো জানা যায়, এ মামলার চারজন অভিযুক্ত মোঃ শাহজাহান, মেহেদী হাসান মৃধা ওরফে হাসান, মোঃ রনি ও আঃ রহিম ময়মনসিংহ জেলার ডিবি পুলিশ কর্তৃক ভিন্ন একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তঃবিভাগীয় ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা জেল হাজতে থাকাকালে একে অপরের সাথে পরিচয় হয়। এরপর এরা ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের পরিকল্পনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীতে ওয়ালটন শোরুমের মালামাল ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

Update Time : ০৪:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ওয়ালটন প্লাজা (এস টি) শোরুমের লুন্ঠিত মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রবিউল ইসলাম, সুমন, রানা ও সাথি।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে লুন্ঠিত ১৮টি ওয়ালটন ফ্রিজ যার বাজার মূল্য-৩, ৮২২৮৯ টাকা এবং ০৩টি এলইডি টিভি যার বাজার মূল্য-৫৫৭১৬ টাকা উদ্ধার করা হয়।

আজ রবিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন, ২০২০ রাত অনুমান ১২টার দিকে শেরেবাংলা নগরের পান্থপথে অবস্থিত ওয়ালটন প্লাজা (এস টি) শোরুম হতে মালামাল কিশোরগঞ্জ জেলার ডিলারের নিকট পাঠানোর সময় একটি খালি পিকআপ যোগে ৭/৮জন দুষ্কৃতিকারী ঘটনাস্থলে আসেন। এরপর তাদের হাতে থাকা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ওয়ালটন কোম্পানীর গাড়ির ড্রাইভার ও হেলপারের হাত মুখ বেধে মালামাল নিয়ে চলে যান দুর্বত্তরা।

এ ঘটনায় গত ২৪ জুন, ২০২০ শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, মামলাটি তদন্ত শুরু করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলা তদন্তকালে বিভিন্ন তথ্য- উপাত্তের ভিত্তিতে ১ জুলাই বসিলা থেকে প্রথমে রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি জানান, রবিউলকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাউচর এলাকা থেকে সুমন ও রানাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাথীকে গ্রেফতার করা হয়।

আরো জানা যায়, এ মামলার চারজন অভিযুক্ত মোঃ শাহজাহান, মেহেদী হাসান মৃধা ওরফে হাসান, মোঃ রনি ও আঃ রহিম ময়মনসিংহ জেলার ডিবি পুলিশ কর্তৃক ভিন্ন একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তঃবিভাগীয় ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা জেল হাজতে থাকাকালে একে অপরের সাথে পরিচয় হয়। এরপর এরা ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের পরিকল্পনা করেন।