নীলফামারীর ডোমারে অটোবাইক থেকে পরে ২ শিশু নিখোঁজ

  • Update Time : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / 143
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
.
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গোমনাতী সড়কে দেওনাই নদীর উপর ঝুঁকিপূর্ণ ভাঙ্গা সেতু পারাপারের সময় ওই দূর্ঘটনা ঘটে।
.
এলাকাবাসী ও গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সুত্রে জানা যায় গোমনাতি ইউনিয়নের উত্তর আমবারী গ্রামে কমির উদ্দিনের মৃত্যু হলে, ওনার ছেলের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শ্বাশুড়ি সহ ছোট দু’টি বাচ্চা লিপু(১০) ও নুরে জান্নাত (৬)খবর নিতে আসে। পরে জানাজা ও দোয়া শেষে মৃত্য কমির উদ্দিনের ৬ বছরের নাতি মনোয়ারসহ তার (মৃত্যু ব্যক্তির) বেয়াই-বেয়াইন তাদের নিজ বাড়ী জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি গ্রামে অটো বাইক যোগে ফিরার পথে গোমনাতি – আমবারী সড়কের দেওনাই নদীর ভাঙ্গা ব্রীজের মাঝে অটোর চাকা বেলিব্রীজের পাতে ছিলিপ করে ধাক্কা পায়।
.
সঙ্গে সঙ্গে জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের ছোট মেয়ের ঘরের নাতি নাতনি লিপু, নুরে জান্নাত ও বড় মেয়ের ছেলে মনোয়ার নদীতে পরে যায়। মজিবরের স্ত্রী রওশনারা (৫৫) তিনিও ঝাপিয়ে পরেন শিশুগুলোকে উদ্ধার করতে । কিন্তু তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ারকে জাবড়ে ধরলেও বাকি দু’জন শিশু লিপু ও নুরে জান্নাত নদীর স্রোতে নিখোঁজ হয়।
.
এলাকাবাসী খবর পেয়ে শিশুদের উদ্ধারে চেষ্টা চালায়। অপরদিকে ডোমার ফায়ার সার্ভিসে খবর দিলে, তারাও এসে উদ্ধার তৎপরতা শুরু করে । বিকাল ৫টা নাগাদ রংপুর দমকলকর্মীর ডুবুরি দল এসেও উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন । কিন্তু রাত ১০ টা অবধি বাচ্চাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
.
ডোমার ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন প্রধান ফরহাদ হোসেন বলেন,‘ব্রীজের লোহার পাতের ফাকায় ভ্যানের চাকা ঢুকে ভ্যান উল্টে এক নারীসহ তিন শিশু নদীতে পড়ে। এরপর স্থানীয়রা ওই নারী ও এক শিশুকে উদ্ধার করতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। আমরা রংপুর থেকে ডুবুরী দল এনে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছি’। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
.
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস এর ডুবুরীদল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।
Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ডোমারে অটোবাইক থেকে পরে ২ শিশু নিখোঁজ

Update Time : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ঝুঁকিপূর্ণ সেতু পারাপারের সময় নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
.
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গোমনাতী সড়কে দেওনাই নদীর উপর ঝুঁকিপূর্ণ ভাঙ্গা সেতু পারাপারের সময় ওই দূর্ঘটনা ঘটে।
.
এলাকাবাসী ও গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সুত্রে জানা যায় গোমনাতি ইউনিয়নের উত্তর আমবারী গ্রামে কমির উদ্দিনের মৃত্যু হলে, ওনার ছেলের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শ্বাশুড়ি সহ ছোট দু’টি বাচ্চা লিপু(১০) ও নুরে জান্নাত (৬)খবর নিতে আসে। পরে জানাজা ও দোয়া শেষে মৃত্য কমির উদ্দিনের ৬ বছরের নাতি মনোয়ারসহ তার (মৃত্যু ব্যক্তির) বেয়াই-বেয়াইন তাদের নিজ বাড়ী জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি গ্রামে অটো বাইক যোগে ফিরার পথে গোমনাতি – আমবারী সড়কের দেওনাই নদীর ভাঙ্গা ব্রীজের মাঝে অটোর চাকা বেলিব্রীজের পাতে ছিলিপ করে ধাক্কা পায়।
.
সঙ্গে সঙ্গে জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের ছোট মেয়ের ঘরের নাতি নাতনি লিপু, নুরে জান্নাত ও বড় মেয়ের ছেলে মনোয়ার নদীতে পরে যায়। মজিবরের স্ত্রী রওশনারা (৫৫) তিনিও ঝাপিয়ে পরেন শিশুগুলোকে উদ্ধার করতে । কিন্তু তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ারকে জাবড়ে ধরলেও বাকি দু’জন শিশু লিপু ও নুরে জান্নাত নদীর স্রোতে নিখোঁজ হয়।
.
এলাকাবাসী খবর পেয়ে শিশুদের উদ্ধারে চেষ্টা চালায়। অপরদিকে ডোমার ফায়ার সার্ভিসে খবর দিলে, তারাও এসে উদ্ধার তৎপরতা শুরু করে । বিকাল ৫টা নাগাদ রংপুর দমকলকর্মীর ডুবুরি দল এসেও উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন । কিন্তু রাত ১০ টা অবধি বাচ্চাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
.
ডোমার ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন প্রধান ফরহাদ হোসেন বলেন,‘ব্রীজের লোহার পাতের ফাকায় ভ্যানের চাকা ঢুকে ভ্যান উল্টে এক নারীসহ তিন শিশু নদীতে পড়ে। এরপর স্থানীয়রা ওই নারী ও এক শিশুকে উদ্ধার করতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। আমরা রংপুর থেকে ডুবুরী দল এনে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছি’। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
.
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস এর ডুবুরীদল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।