এখন থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি করা হবে
- Update Time : ০৯:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / 174
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চাঁনখারপুলে ৫০০শয্যার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন থেকে করোনা রোগী ভর্তি ও চিকিৎসা করা হবে।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ইতোপূর্বে একাধিকবার এ প্রতিষ্ঠানটিতে করোনা রোগী ভর্তির ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে নানা কারণে ভর্তি করা হয়নি।
একাধিকবার সিদ্ধান্ত বদল করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -২ এ করোনা রোগী ভর্তি করা হয়।
বর্তমানে দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার স্বার্থে অবশেষে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি শুরুর ঘোষণা দিল স্বাস্থ্য অধিদফতর।
Tag :