ভারতে বাড়ছে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা
- Update Time : ০২:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / 158
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৭ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখের বেশি মানুষ। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ। এদিকে করোনার গণসংক্রমণ ঠেকানোর দাবি করেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা।
করোনাভাইরাসের কারণে ভুতুড়ে পরিবেশ থেকে স্বাভাবিক জীবনে ফিরেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। লঙ্কান সরকার দাবি করেছে, তারা করোনার সামাজিক সংক্রমণ রুখতে সক্ষম হওয়ায় সবকিছু স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী পয়লা আগস্ট থেকে বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এতে খুশি দেশটির সাধারণ মানুষ।
শ্রীলঙ্কান নাগরিক জানান, আমার কাছে এখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। সবাই কাজের জন্য বাইরে বের হয়েছে। এটা আমাদের সবার কাছে খুব আনন্দের।
তবে নিয়ন্ত্রণে আসছে না প্রতিবেশী ভারতের করোনা পরিস্থিতি। শনিবারও দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ। এরমধ্যে সবশেষ ৩৩ দিনেই আক্রান্ত হয়েছে ৩ লাখ। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি।
দ্রুত গতিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকা ব্রাজিলে শুরু হয়েছে নতুন সংকট। দেশটির রিও ডি জেনেরিওতে বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে স্বাস্থ্যকর্মীরা।