মানিকগঞ্জে করোনাভাইরাসের উপসর্গে মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউদ্দিনের মৃত্যু

  • Update Time : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 192

 

মঙ্গলবার বিকেল ৫টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধকালে ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)।

বুধবার (৩ জুন) ‍দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত  করেছেন।

ডা. আরশ্বাদ  উল্লাহ  বলেন, “গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন। বুধবার ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি। করোনাভাইরাস দ্বারা আক্রান্ত  ছিলেন কিনা  তা নিশ্চিত   হতে সকাল ৭টায় তার শরীর  থেকে নমুনা সংগ্রহ করে তা  পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”

এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। নিহতদের মধ্যে ৬জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলাটি মারা গেছেন দুইজন। একজন সিংগাইর ও অন্যজন হরিরামপুর উপজেলার।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, “মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বিকেল ৫টায় তাকে রাষ্ট্রীয়মর্যাদায় ঠাকুরকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে।” করোনাভাইরাস থাকায় তার জানাজা ও দাফন সরকারি বিধান বা প্রটোকল অনুযায়ী হবে বলে জানান তিনি।

এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনই হরিরামপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৬ জন। আজ (বুধবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বন্যা গ্রামে। মুক্তিযুদ্ধকালীন  তিনি ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা কমান্ডার ছিলেন। তিনি ভারতের দেড়াদুন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাহসিকতার সাথে গ্রুপ কমান্ডের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আফতাব উদ্দিন তালুকদার।

মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে শ্বশুরবাড়ি বসবাস করে আসছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মানিকগঞ্জে করোনাভাইরাসের উপসর্গে মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউদ্দিনের মৃত্যু

Update Time : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

 

মঙ্গলবার বিকেল ৫টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধকালে ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)।

বুধবার (৩ জুন) ‍দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত  করেছেন।

ডা. আরশ্বাদ  উল্লাহ  বলেন, “গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা সফিউদ্দিন। বুধবার ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি। করোনাভাইরাস দ্বারা আক্রান্ত  ছিলেন কিনা  তা নিশ্চিত   হতে সকাল ৭টায় তার শরীর  থেকে নমুনা সংগ্রহ করে তা  পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”

এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। নিহতদের মধ্যে ৬জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলাটি মারা গেছেন দুইজন। একজন সিংগাইর ও অন্যজন হরিরামপুর উপজেলার।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, “মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বিকেল ৫টায় তাকে রাষ্ট্রীয়মর্যাদায় ঠাকুরকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে।” করোনাভাইরাস থাকায় তার জানাজা ও দাফন সরকারি বিধান বা প্রটোকল অনুযায়ী হবে বলে জানান তিনি।

এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনই হরিরামপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৬ জন। আজ (বুধবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বন্যা গ্রামে। মুক্তিযুদ্ধকালীন  তিনি ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা কমান্ডার ছিলেন। তিনি ভারতের দেড়াদুন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাহসিকতার সাথে গ্রুপ কমান্ডের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের চেীহালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আফতাব উদ্দিন তালুকদার।

মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে শ্বশুরবাড়ি বসবাস করে আসছিলেন।