নিম গাছ তুমি আমার

  • Update Time : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 309

নিম গাছ তুমি আমার
     বিষ্ণু সাহা

নিমের গাছের মতো তুমি আমার জীবনে
ছড়িয়ে আছো তুমি সবুজের আগুনে
আমি ছড়িয়ে থাকা মাটির ধুলো
তুমি আকাশ ভরা নক্ষত্র,তুমি রাতের গল্পগুলো
তুমি রজনীগ্ধা,তুমি পাগল করা মিষ্টি গন্ধ
তুমি দোপাটি,তুমি চোখ বুঝে থাকা মলিন ছন্দ
আমি অনায়াসে পারি দিই তেরো নদী,সমুদ্র
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।

বটের গাছের মতো তুমি আমার মরণে
দাড়িয়ে আছো তুমি অসময় ফাগুনে
আমি দাড়িয়ে থাকা নিস্তব্ধ আলো
তুমি কাছের তারা ,তুমি দিনের নিকষ কালো
তুমি কামিনী, তুমি নেশার মতো মেরুন শাড়ি
তুমি রাধাকুঞ্জ,তুমি মাঠের লাল সুন্দরী
আমি খুঁজি নাম না জানা ফুল, যার অবাক গন্ধ
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।

তুমি রংধনু, তুমি আলোর সাত রঙের ছটা
তুমি বৃষ্টি,তুমি আকাশের কষ্টের বোঝা
তুমি কুয়াশা,তুমি শীতের স্বচ্ছ চাদর
তুমি ঘাসফুল,তুমি সবুজ ঘাসে নরম আদর
তুমি নও তো স্বপ্ন আমার,তুমি জীবনের সত্য আশা
তুমি সমুদ্র, তুমি অসীম জলে আমার ভালোবাসা
তুমি কাশবন ,তুমি শরতে আবার ফিরে আসা।
আমি তো,
হারিয়ে গিয়েছি,
পাবোনা জেনেও ভালোবেসেছি।

তুমি কাঞ্চনজঙ্ঘা,তুমি বৃষ্টি শেষে মাটির গন্ধ
তুমি কাশ্মীর,তুমি তুষারপাতে চোখ বন্ধ
তুমি সাজেক,তুমি মেঘমালতী মেঘের কন্যা
তুমি সাদা পাথর,তুমি পাহাড় ঘেঁষা নদীর ঝর্না
তুমি দার্জিলিং,তুমি মেঘের ভিতর ট্রেনের লাইন
তুমি আদালত,তুমি নিয়ম কষা কঠিন আইন
তুমি বিশ্বযুদ্ধ,তুমি মাটিতে পোতা গোপন মাইন
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।
আমি তো হারিয়ে গিয়েছি,
পাবোনা জেনেও ভালোবেসেছি।

Please Share This Post in Your Social Media


নিম গাছ তুমি আমার

Update Time : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

নিম গাছ তুমি আমার
     বিষ্ণু সাহা

নিমের গাছের মতো তুমি আমার জীবনে
ছড়িয়ে আছো তুমি সবুজের আগুনে
আমি ছড়িয়ে থাকা মাটির ধুলো
তুমি আকাশ ভরা নক্ষত্র,তুমি রাতের গল্পগুলো
তুমি রজনীগ্ধা,তুমি পাগল করা মিষ্টি গন্ধ
তুমি দোপাটি,তুমি চোখ বুঝে থাকা মলিন ছন্দ
আমি অনায়াসে পারি দিই তেরো নদী,সমুদ্র
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।

বটের গাছের মতো তুমি আমার মরণে
দাড়িয়ে আছো তুমি অসময় ফাগুনে
আমি দাড়িয়ে থাকা নিস্তব্ধ আলো
তুমি কাছের তারা ,তুমি দিনের নিকষ কালো
তুমি কামিনী, তুমি নেশার মতো মেরুন শাড়ি
তুমি রাধাকুঞ্জ,তুমি মাঠের লাল সুন্দরী
আমি খুঁজি নাম না জানা ফুল, যার অবাক গন্ধ
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।

তুমি রংধনু, তুমি আলোর সাত রঙের ছটা
তুমি বৃষ্টি,তুমি আকাশের কষ্টের বোঝা
তুমি কুয়াশা,তুমি শীতের স্বচ্ছ চাদর
তুমি ঘাসফুল,তুমি সবুজ ঘাসে নরম আদর
তুমি নও তো স্বপ্ন আমার,তুমি জীবনের সত্য আশা
তুমি সমুদ্র, তুমি অসীম জলে আমার ভালোবাসা
তুমি কাশবন ,তুমি শরতে আবার ফিরে আসা।
আমি তো,
হারিয়ে গিয়েছি,
পাবোনা জেনেও ভালোবেসেছি।

তুমি কাঞ্চনজঙ্ঘা,তুমি বৃষ্টি শেষে মাটির গন্ধ
তুমি কাশ্মীর,তুমি তুষারপাতে চোখ বন্ধ
তুমি সাজেক,তুমি মেঘমালতী মেঘের কন্যা
তুমি সাদা পাথর,তুমি পাহাড় ঘেঁষা নদীর ঝর্না
তুমি দার্জিলিং,তুমি মেঘের ভিতর ট্রেনের লাইন
তুমি আদালত,তুমি নিয়ম কষা কঠিন আইন
তুমি বিশ্বযুদ্ধ,তুমি মাটিতে পোতা গোপন মাইন
আমি তো..
হারিয়ে গিয়েছি
পাবোনা জেনেও ভালোবেসেছি।
আমি তো হারিয়ে গিয়েছি,
পাবোনা জেনেও ভালোবেসেছি।