সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ‘বিভাগ’ হওয়া নামে গুজব
- Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / 218
সোহাইবুল ইসলাম সোহাগ:
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা বিভাগ হয়েছে বলে গুজবে ছড়াছড়ি। অথচ সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন কোনো বিভাগ হওয়ার সিদ্ধান্ত হয়নি।
এদিকে ফেসবুকে একটি ভুয়া তথ্য সম্বলিত স্ট্যাটাস ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে বলা হয়, ‘অভিনন্দন। কুমিল্লাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট ১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।’
জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিডি সমাচারকে জানান, কুমিল্লা বিভাগ করা হয়েছে এটি ভুল তথ্য। বিভাগ হওয়ার বিষয়ে আমি কিছু জানি না।
সকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয়। সেই ৮টির মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার কোনো এজেন্ডা ছিল না।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশের স্থানীয় সরকার বিভাগে আরও তিনটি নতুন উপজেলা যুক্ত হচ্ছে। মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় হবে এ তিন উপজেলা। কক্সবাজারের ঈদগাঁও, সুনামগঞ্জের মধ্যনগর এবং মাদারীপুরের ডাসার থানাকে উপজেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে নিকার।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে এ উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে।উপজেলা হতে হলে যেসব শর্ত রয়েছে তার সবগুলো পুরোপুরি পূরণ করে না এ থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এজন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুল-ফিল না করলে যাতে প্রস্তাব আনা না হয়।
সচিব বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে, ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুব অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।
সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, যা হাওরের মধ্যে অবস্থিত। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও দুর্গম এলাকা।