জাতিসংঘের তরুণ প্লাটফর্মে দেশের প্রতিনিধি নির্বাচিত হলেন সাতক্ষীরার সিয়াম
- Update Time : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / 483
আনিসুল ইসলাম নাঈম:
জাতিসংঘের সবচেয়ে মর্যাদাপূর্ণ তরুণদের সংগঠন এশিয়া ইয়্যুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস এর ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের একমাত্র তরুণ প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার ছেলে ও খুলনা পাবলিক কলেজ এর দ্বাদশ শ্রেণি পড়ুয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম সিয়াম ফেরদৌস।
.
পহেলা জুন ভার্চুয়ালি এক আয়োজনে সদস্য পদলাভের কথা জানিয়েছেন সংগঠনটি, ভার্চুয়ালি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ সরকারের কোভিড পরবর্তী সময়ে পর্যটনের সমস্যা সমাধানের জন্য নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এই তরুণ।
.
প্রকৌশলী এস এম সেলিম রেজা ও নাসরিন সালমা এর একমাত্র ছেলে সাতক্ষীরা জেলার সদর উপজেলায় বেড়ে ওঠা এই তরুণ অংশ নেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির ১২তম কুইজ প্রতিযোগিতায়, জাতীয় রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় ও খুলনা বিভাগীয় ১ম পুরস্কারটা থাকে তারই দখলে।
.
২০২১ সালের মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খুলনা বিভাগীয় বিতর্ক প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে, বিজ্ঞান মেলা, উন্নয়ন মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক, ডিবেট বাংলাদেশ, শিশুদের মৌসুমী কুইজ ও বিতর্ক, শিশু একাডেমি বিতর্ক-এছাড়া বিতর্ক, কুইজ, রচনা, অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় রয়েছে সিয়ামের শতাধিক সেরা অর্জন।
.
সিয়াম বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা শুধু প্রয়োজন এই সম্ভাবনার সঠিক ও সুষ্ঠু পরিচর্যা। আমি ডাক্তার হতে চাই এবং গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই এবং দেশের উন্নয়ন, পরিকল্পনা ও দেশের সমৃদ্ধির জন্য ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। তরুণরাই আগামী দিনের দেশ বিনির্মাণের কারিগর। তাই তরুণদের নেতৃত্বগুণসম্পন্ন ও যোগ্য নাগরিক রূপে গড়ে তুলতে হবে এজন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্হাপনা ও পরিকল্পনা।
.
দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়েই তরুণদের এগিয়ে যেতে হবে। আমি মনে করি সততা, যোগ্যতা, উদ্ভাবনী শক্তি, দায়িত্ব, আন্তরিকতা, কর্মনিষ্ঠা, পারস্পরিক সহযোগিতাই তরুণদের সামনে এগিয়ে নিয়ে যাবে দেশ আরও এগিয়ে যাবে।