শেখ সাদীকে নিয়ে কর্ণিয়ার ‘ইচ্ছে হলে’

  • Update Time : ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / 183
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন এই কন্ঠ শিল্পী। চলমান সময়ে উপহার দিয়েছেন একাধিক শ্রোতাপ্রিয় গান। অন্যদিকে ‘ললনা’ খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী শেখ সাদী। সম্প্রতি নতুন একটি গানে কর্ণিয়ার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন শেখ সাদী। এই দুই সংগীতশিল্পী প্রথমবারের মতো কণ্ঠ দিলেন একই গানে।
.
‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল গানটি ভিডিও ঢাকার উত্তরায় সুন্দর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন। গানটিতে অভিনয়ও করেছেন এই জনপ্রিয় দুই কন্ঠ শিল্পী।
.
গানটি ১০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণিয়ার নিজস্ব জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে। গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর করার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ।’
.
কর্ণিয়া আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’
.
শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media


শেখ সাদীকে নিয়ে কর্ণিয়ার ‘ইচ্ছে হলে’

Update Time : ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন এই কন্ঠ শিল্পী। চলমান সময়ে উপহার দিয়েছেন একাধিক শ্রোতাপ্রিয় গান। অন্যদিকে ‘ললনা’ খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী শেখ সাদী। সম্প্রতি নতুন একটি গানে কর্ণিয়ার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন শেখ সাদী। এই দুই সংগীতশিল্পী প্রথমবারের মতো কণ্ঠ দিলেন একই গানে।
.
‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল গানটি ভিডিও ঢাকার উত্তরায় সুন্দর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন। গানটিতে অভিনয়ও করেছেন এই জনপ্রিয় দুই কন্ঠ শিল্পী।
.
গানটি ১০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণিয়ার নিজস্ব জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে। গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর করার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ।’
.
কর্ণিয়া আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’
.
শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।