এবার নয়া দামানের নাচের প্রশংসায় সিমরিন লুবাবা

  • Update Time : ০১:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / 191

বিনোদন ডেস্ক:

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনিও মিডিয়ায় বেশ পরিচিত। বিশেষ করে আব্দুল কাদেরের মৃত্যুর পর লুবাবার কান্না ছুঁয়ে গেছে অগণিত মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ জনপ্রিয় লুবাবা।

রবিবার (৩০ মে) নিজের ফেসবুকে লুবাবা প্রকাশ করেন একটি নাচের ভিডিও। ক্লোজআপ ওয়ান তারকা সালমার গাওয়া সময়ের জনপ্রিয় গান ‘নয়া দামান’-এর সঙ্গে নেচেছেন লুবাবা। যা দর্শক বেশ পছন্দ করেছেন। অনেকেই ভিডিওটির নিচে কমেন্ট করে ক্ষুদে এই শিল্পীর নাচের প্রশংসা করছেন।

দিব্যময়ী দাশের লেখা ও সুর করা ‘দয়া দামান’ এখন তুমুল জনপ্রিয়। অনেকেই গানটি কাভার করেছেন। সালমা গেয়েছেন জে কের সংগীতায়োজনে। গত ৪ মে আরটিভি মিউজিকে ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়।

উল্লেখ্য, লুবাবার দাদা দেশ বরেণ্য অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


এবার নয়া দামানের নাচের প্রশংসায় সিমরিন লুবাবা

Update Time : ০১:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

বিনোদন ডেস্ক:

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনিও মিডিয়ায় বেশ পরিচিত। বিশেষ করে আব্দুল কাদেরের মৃত্যুর পর লুবাবার কান্না ছুঁয়ে গেছে অগণিত মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ জনপ্রিয় লুবাবা।

রবিবার (৩০ মে) নিজের ফেসবুকে লুবাবা প্রকাশ করেন একটি নাচের ভিডিও। ক্লোজআপ ওয়ান তারকা সালমার গাওয়া সময়ের জনপ্রিয় গান ‘নয়া দামান’-এর সঙ্গে নেচেছেন লুবাবা। যা দর্শক বেশ পছন্দ করেছেন। অনেকেই ভিডিওটির নিচে কমেন্ট করে ক্ষুদে এই শিল্পীর নাচের প্রশংসা করছেন।

দিব্যময়ী দাশের লেখা ও সুর করা ‘দয়া দামান’ এখন তুমুল জনপ্রিয়। অনেকেই গানটি কাভার করেছেন। সালমা গেয়েছেন জে কের সংগীতায়োজনে। গত ৪ মে আরটিভি মিউজিকে ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়।

উল্লেখ্য, লুবাবার দাদা দেশ বরেণ্য অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।