লকডাউন: শেয়ারবাজারে দুই ঘণ্টা লেনদেন

  • Update Time : ১২:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / 184

নিজস্ব প্রতিনিধি:

লকডাউনের সময় ব্যাংকের সাথে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম যতক্ষণ চলবে শেয়ারবাজারেও ততক্ষণ পর্যন্ত চলবে লেনদেন।

রবিবার (০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। লেনদেনের এই সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। দুপুর ১২টায় লেনদেন শেষ হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত লেনদেনের এ সময়সূচি কার্যকর থাকবে।

এছাড়া করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য পরামর্শ দিয়েছে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার রবিবার ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেন সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মূলত ব্যাংকের সাথে সমন্বয় রেখেই শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়।

Please Share This Post in Your Social Media


লকডাউন: শেয়ারবাজারে দুই ঘণ্টা লেনদেন

Update Time : ১২:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিনিধি:

লকডাউনের সময় ব্যাংকের সাথে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম যতক্ষণ চলবে শেয়ারবাজারেও ততক্ষণ পর্যন্ত চলবে লেনদেন।

রবিবার (০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। লেনদেনের এই সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। দুপুর ১২টায় লেনদেন শেষ হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত লেনদেনের এ সময়সূচি কার্যকর থাকবে।

এছাড়া করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য পরামর্শ দিয়েছে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার রবিবার ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেন সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মূলত ব্যাংকের সাথে সমন্বয় রেখেই শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়।