বেঞ্চ বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধনের ডাক
- Update Time : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / 176
করোনাভাইরাস মহামারির সংক্রমণ রোধে আরোপিত সাতদিনের লকডাউনে সুপ্রিম কোর্টে নিয়মিত আদালত বসছে না। তবে সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে।
এই সময়ের মধ্যে রিট, দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলোর বিষয়ে একটি করে ডিভিশন বেঞ্চ এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত বিষয়ে মামলার কার্যক্রম সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে চলবে।
কিন্তু এরইমধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সাধারণ আইনজীবীর ব্যানারে মানববন্ধন ডাকা হয়েছে।
সুপ্রিম কোর্ট অঙ্গনে দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ আইনজীবিদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জাগো নিউজকে জানান তিনি।
তিনি বলেন, ‘এতদিন ভার্চুয়ালে হাইকোর্ট বিভাগের ২৭টি বেঞ্চে বিচারকাজ চললেও এখন কেন ভার্চুয়ালে চারটি বেঞ্চ চলবে? অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও বেশি বেঞ্চে কার্যক্রম (কোর্ট) করার দাবিতে আমরা মানববন্ধন করব।’