১৬তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : ০৮:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 614
নিজস্ব প্রতিনিধি:
১৬তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
.
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (NTRCA) এর অফিসের সামনে ১৬ তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীগণ আসন্ন ৩য় গণবিজ্ঞপ্তিতে ১৬ তমদের সংযুক্ত করার জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
.
এ সময় সারাদেশ থেকে আগত ১৬ তম ভাইবা পরীক্ষার্থীগণ তাদের অভিব্যক্তি ব্যাক্ত করেছেন।
“প্রোগ্রামের স্লোগান ছিল “মুজিব বর্ষেই হোক বেকারত্বের মুক্তি”
.
১৬তম সহ হোক তৃতীয় গণবিজ্ঞপ্তি” তারা বলেন সর্বকালের সর্বশ্রেস্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা “দি মাদার অব হিউম্যানিটি”লাখো বেকারের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রনীত ভিশন-২০২১ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মাননীয় শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা উপ-মন্ত্রীর দক্ষ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তাই তারা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও NTRCA এর চেয়ারম্যান তাদের দাবী গুলো মেনে নিবেন।
.
তারা জানান, আসন্ন গণবিজ্ঞপ্তিতে এড হতে না পারলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ১৬ তম দের ৩য় গণবিজ্ঞপ্তিতে যুক্ত করার পক্ষে তারা যেসব কারণ গুলো বলেন সেগুলো হলো-
.
১.
১৬ তম প্রার্থীদের অনেকেই ৩৫ বছরের দ্বারপ্রান্তে। আসন্ন গণ-বিজ্ঞপ্তিতে তাদের সংযুক্ত না করলে অনেকের জীবনের শেষ ইচ্ছেটাও বিলীন হয়ে যাবে।
.
২.
এক একটা গণবিজ্ঞপ্তি হতে গড়ে ২/৩ বছর লেগে যায়। এতে করে ১৬ তম প্রার্থীরা বেকারত্বের হিংস্র কবল থেকে রেহাই না পেয়ে সীমাহীন যন্ত্রণায় দিনাতিপাত করবে।
.
৩.
১৬ তম নিবন্ধনের লিখিত পরীক্ষা করোনারও পূর্বে শেষ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সে পরীক্ষার ফলাফল ঘোষণা করে ১ বছর পরে। এরপর ভাইভার জন্যে ৫ মাসের মতো দীর্ঘ সময় নিয়েছে তারা, যা একজন বেকারের জন্যে খুবই যন্ত্রণাদায়ক বিষয়।
.
৪.
যেহেতু ভাইভা শেষ হতে আর মাত্র দেড় মাস সময় আছে এবং স্কুল-কলেজও এর মধ্যে বন্ধ রয়েছে, তাই অল্প কিছু দিন পর শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হলে হাজার হাজার পরিবার বেকারত্ব থেকে মুক্তি পাবে। বন্ধ হবে মেধাবীদের প্রতি সমাজ ও পরিবারের উপহাস ও অবজ্ঞা।
.
উল্লেখ্য যে ১৬ তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ২ মে ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষা ৩০ আগস্ট ২০১৯ লিখিত পরীক্ষা ১৫/১৬ নভেম্বর ২০১৯ ভাইবা শুরু ২ ডিসেম্বর ২০২০ ভাইবা শেষ এপ্রিল ২০২১ (৫মাস ধরে ভাইবা)
.
১৬ তম নিবন্ধন পরীক্ষার্থীদের দাবীসমূহ:
.
১. মৌখিক পরীক্ষা দ্রুত সময়ে শেষ করা। (প্রয়োজনে দ্বিতীয় শিফটে পরিক্ষা নিয়ে)
২. চুড়ান্ত ফলাফল মৌখিক পরীক্ষা শেষ করার ৭/৮ দিনের মাঝে প্রকাশ করা।
৩.বয়স ৩৫+ বিবেচনায় ২ মাস দেরিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাই তারা ১৬তমদের ৩য় গণবিজ্ঞপ্তিতে যুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এবং NTRCA এর চেয়ারম্যানের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media


১৬তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৮:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
নিজস্ব প্রতিনিধি:
১৬তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
.
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (NTRCA) এর অফিসের সামনে ১৬ তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষার্থীগণ আসন্ন ৩য় গণবিজ্ঞপ্তিতে ১৬ তমদের সংযুক্ত করার জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
.
এ সময় সারাদেশ থেকে আগত ১৬ তম ভাইবা পরীক্ষার্থীগণ তাদের অভিব্যক্তি ব্যাক্ত করেছেন।
“প্রোগ্রামের স্লোগান ছিল “মুজিব বর্ষেই হোক বেকারত্বের মুক্তি”
.
১৬তম সহ হোক তৃতীয় গণবিজ্ঞপ্তি” তারা বলেন সর্বকালের সর্বশ্রেস্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা “দি মাদার অব হিউম্যানিটি”লাখো বেকারের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রনীত ভিশন-২০২১ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মাননীয় শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা উপ-মন্ত্রীর দক্ষ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তাই তারা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও NTRCA এর চেয়ারম্যান তাদের দাবী গুলো মেনে নিবেন।
.
তারা জানান, আসন্ন গণবিজ্ঞপ্তিতে এড হতে না পারলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ১৬ তম দের ৩য় গণবিজ্ঞপ্তিতে যুক্ত করার পক্ষে তারা যেসব কারণ গুলো বলেন সেগুলো হলো-
.
১.
১৬ তম প্রার্থীদের অনেকেই ৩৫ বছরের দ্বারপ্রান্তে। আসন্ন গণ-বিজ্ঞপ্তিতে তাদের সংযুক্ত না করলে অনেকের জীবনের শেষ ইচ্ছেটাও বিলীন হয়ে যাবে।
.
২.
এক একটা গণবিজ্ঞপ্তি হতে গড়ে ২/৩ বছর লেগে যায়। এতে করে ১৬ তম প্রার্থীরা বেকারত্বের হিংস্র কবল থেকে রেহাই না পেয়ে সীমাহীন যন্ত্রণায় দিনাতিপাত করবে।
.
৩.
১৬ তম নিবন্ধনের লিখিত পরীক্ষা করোনারও পূর্বে শেষ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সে পরীক্ষার ফলাফল ঘোষণা করে ১ বছর পরে। এরপর ভাইভার জন্যে ৫ মাসের মতো দীর্ঘ সময় নিয়েছে তারা, যা একজন বেকারের জন্যে খুবই যন্ত্রণাদায়ক বিষয়।
.
৪.
যেহেতু ভাইভা শেষ হতে আর মাত্র দেড় মাস সময় আছে এবং স্কুল-কলেজও এর মধ্যে বন্ধ রয়েছে, তাই অল্প কিছু দিন পর শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হলে হাজার হাজার পরিবার বেকারত্ব থেকে মুক্তি পাবে। বন্ধ হবে মেধাবীদের প্রতি সমাজ ও পরিবারের উপহাস ও অবজ্ঞা।
.
উল্লেখ্য যে ১৬ তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ২ মে ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষা ৩০ আগস্ট ২০১৯ লিখিত পরীক্ষা ১৫/১৬ নভেম্বর ২০১৯ ভাইবা শুরু ২ ডিসেম্বর ২০২০ ভাইবা শেষ এপ্রিল ২০২১ (৫মাস ধরে ভাইবা)
.
১৬ তম নিবন্ধন পরীক্ষার্থীদের দাবীসমূহ:
.
১. মৌখিক পরীক্ষা দ্রুত সময়ে শেষ করা। (প্রয়োজনে দ্বিতীয় শিফটে পরিক্ষা নিয়ে)
২. চুড়ান্ত ফলাফল মৌখিক পরীক্ষা শেষ করার ৭/৮ দিনের মাঝে প্রকাশ করা।
৩.বয়স ৩৫+ বিবেচনায় ২ মাস দেরিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাই তারা ১৬তমদের ৩য় গণবিজ্ঞপ্তিতে যুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এবং NTRCA এর চেয়ারম্যানের নিকট আকুল আবেদন জানিয়েছেন।