ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে সরস্বর্তী পূজা উদযাপন
- Update Time : ১১:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 205
জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও):
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
.
সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত জেলার আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জেন কার্যালয়, শান্তিনগর পূজা মন্ডপ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজ, গুলোতে এই পূজা অনুষ্ঠিত হয়।
.
দেবীর এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে প্রতটি মন্ডপসহ প্রতিটি হিন্দু বাড়িতে। আনন্দে মেতে উঠে সকলেই।
.
পূজা চলাকালীন সময়ে ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মন্ডপ। দুপুরের দিকে ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
.
পূজায় অজ্ঞতার অন্ধকার দূর করতে “কল্যাণময়ী দেবীর চরণে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোসতুছত্তে” এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রর্থনা জানান ভক্তরা।
.
পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন। ঠাকুরগাঁও জেলা পুজা উদযাপান কমিটির তথ্য মতে জেলায় এবারে ৩ হাজারের বেশি সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
Tag :