ডোমারে নাট্য সমিতির নাটক “উন্মনা মন” মঞ্চস্থ
- Update Time : ০৮:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 210
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী):
নীলফামারীর ডোমারে ১শত ২৮ বছরের পুরাতন সংগঠন ডোমার নাট্য সমিতি মঞ্চের উদ্যোগে নাটক “উন্মনা মন”মঞ্চস্থ করা হয়েছে।
সোমবার (১৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মঞ্চ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান
মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, গোলাম মোস্তফা, দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ চৌধুরী, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে চন্দন সেন রচিত, আলী’র নির্দেশনায় নাটক “উন্মনা মন” মঞ্চস্থ করা হয়। রুপসজ্জায় পরশ কুমার চন্দ, আবহসঙ্গীতে ওমর ফারুক অর্পণ, আলোক সজ্জায় ছিলেন রাশেদুজ্জামান রাশেদ।
বিশেষ চরিত্রে অভিনয় করেন, আসাদুজ্জামান চয়ন, জগবন্ধু রায়, সোহেল এসকে, আরমিন আক্তার, মাসুদ বিন আমিন সুমন, শুভ ভৌমিক,সামিউল আরেফিন হৃদয়, পরশ কুমার চন্দ প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ।