বেনাপোলে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার
- Update Time : ১১:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / 137
মো: সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
বেনাপোল সীমান্তে ২৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
.
বেনাপোল পোর্টথানা সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে থানায় সংবাদ আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে স্থল পথে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান নিয়ে মাদক পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, বেনাপোল পোর্টথানা পুলিশ সংবাদ পেয়ে অত্র থানার এস আই রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তড়িৎ ঐ সীমান্ত এলাকার দৌলতপুর গ্রামে অভিযান চালায়, সেখানে দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে ঐ ৫ জন মাদক পাচারকারীক ২৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
.
গ্রেফতার হওয়া মাদক পাচারকারীরা হলো:-(১) বিপ্লব হোসেন(৩৩) পিং-রবিউল ইসলাম,গ্রাম:- গাতীপাড়া,থানা:-বেনাপোল পোর্ট,শার্শা,যশোর। ঐ একই গ্রামের (২) আব্দুল্লাহ(২০) পিং:-মোঃ আলী, (৩) হাফিজুর রহমান(২৭) পিং:- সিরাজ ব্যাপারী (৪) মাহবুবুর রহমান(৩১) পিং-মৃত ইউনুচ মোল্লা, (৫) রেজাউল ইসলাম(৪০) পিং:- মিজানুর রহমান।
.
গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানিয়েছেন, কিছু অসাধু চক্র সীমান্ত এলাকায় চোরাচালানী অব্যাহত রাখার জন্য মাদকসহ বিভিন্ন অপকর্মের জ্বাল ছড়াতে চায়, কিন্তু সীমান্তে বাংলাদেশ পুলিশসহ,বিজিবি এবং সরকারের গোয়েন্দা সংস্থা গুলোর কড়া নজরদারী থাকায় চোরাকারবারীদের সবরকম চোরাচালানীর কৌশল প্রতিনিয়তই পরাস্থ হচ্ছে।
.
গ্রেফতারকৃত পাচারকারীদেরকে মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :