গাজীপুর প্রতিনিধি:
কিছুদিন আগেও গাজীপুর সিটি কর্পোরেশনের আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখা গেলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ বিভিন্ন। ইটভাটা বন্ধ তাই কৃষিতে স্বপ্ন দেখছেন গাজীপুরের কৃষকরা। আদালতের আদেশের পর পরিবেশ অধিদপ্তরের অভিযানের ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭৪টি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। এতে দীর্ঘ দিনের ফেলে রাখা জমিতে ফসল বুনছেন কৃষকরা। পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধ থাকায় গাজীপুরের প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। স্থানীয়রাও যেন বুক ভরে নিতে পারছেন নিঃশ্বাস। কিছুদিনের মধ্যেই পতিত জমি ফসলে ভরে উঠেছে।
জিসিসি এলাকার বাইমাইল, ইছর ও কড্ডা এলাকায় ইট ভাটার জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্থানীয়রা ধান, আলু, সরিষা, মাছ চাষসহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। এরই ফলশ্রুতিতে ঘুরতে শুরু করেছে সংসারের অর্থনৈতিক চাকা।