দেশের পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে: এলজিআরডি মন্ত্রী

  • Update Time : ০৭:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 159
দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
.
সোমবার (৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সাক্ষাৎ করতে আসলে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।
.
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ৩২৯ টি পৌরসভাগুলোতে প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে তাঁর মন্ত্রণালয় কাজ করছে।
.
এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
.
মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরো সহযোগিতার কথা জানান।
.
এছাড়াও মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
Tag :

Please Share This Post in Your Social Media


দেশের পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে: এলজিআরডি মন্ত্রী

Update Time : ০৭:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
.
সোমবার (৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সাক্ষাৎ করতে আসলে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।
.
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ৩২৯ টি পৌরসভাগুলোতে প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে তাঁর মন্ত্রণালয় কাজ করছে।
.
এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
.
মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরো সহযোগিতার কথা জানান।
.
এছাড়াও মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।