নীলফামারীতে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : ০১:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 146
মশিয়ার রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বৈশ্বিক (কোভিড-১৯) করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করা হয়েছে।
.
নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ভার্চুয়ালে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে (কোভিড-১৯) করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগের শুভ উদ্বোধন করেন।
.
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ভ্যাকসিন ইউনিট প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।
.
এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর আলম চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
.
জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেসমিন নাহার সেতুর শরীরে প্রয়োগের মাধ্যমে জেলা পর্যায়ে এই কর্মসুচীর শুভ সুচনা করা হয়। পর্যায়ক্রমে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, তৃতীয় ব্যক্তি হিসেবে পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবী এবং চতুর্থ ব্যক্তি হিসেবে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির টিকা গ্রহণ করেন।
.
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেনারেল হাসপাতালে ছয়টি বুথে টিকাদান কর্মসুচী শুরু করা হয়। একটি বুথে দুইজন টিকাদান কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। গত ৩১ জানুয়ারি জেলায় ৬০ হাজার ডোজ ভ্যাকসিন আসে নীলফামারীতে। মজুতকৃৃত ৬০ হাজার ডোজের আওতায় আসবে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও গণ মাধ্যমকর্মীরা। প্রথম টিকা গ্রহনকারী ব্যক্তিদের ৮ সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় টিকা।
.
তিনি আরো বলেন, ভ্যাকসিন দেয়ার পরে কেউ সমস্যার সম্মুখীন হয়নি । আশা করছি কেউ হবেও না। ভ্যাকসিন নেয়ার পরে আমরা সবার জন্য রেষ্ট নেয়ার ব্যবস্থা করে রাখছি। মেডিকেল টিম গঠন করা হয়েছে এমনকি পরামর্শ নেয়ার জন্য ডাক্তাদের নাম্বার টানিয়ে দেয়া হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীতে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০১:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
মশিয়ার রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বৈশ্বিক (কোভিড-১৯) করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করা হয়েছে।
.
নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ভার্চুয়ালে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে (কোভিড-১৯) করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগের শুভ উদ্বোধন করেন।
.
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ভ্যাকসিন ইউনিট প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।
.
এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর আলম চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
.
জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেসমিন নাহার সেতুর শরীরে প্রয়োগের মাধ্যমে জেলা পর্যায়ে এই কর্মসুচীর শুভ সুচনা করা হয়। পর্যায়ক্রমে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, তৃতীয় ব্যক্তি হিসেবে পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবী এবং চতুর্থ ব্যক্তি হিসেবে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির টিকা গ্রহণ করেন।
.
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেনারেল হাসপাতালে ছয়টি বুথে টিকাদান কর্মসুচী শুরু করা হয়। একটি বুথে দুইজন টিকাদান কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। গত ৩১ জানুয়ারি জেলায় ৬০ হাজার ডোজ ভ্যাকসিন আসে নীলফামারীতে। মজুতকৃৃত ৬০ হাজার ডোজের আওতায় আসবে চিকিৎসক, নার্স, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও গণ মাধ্যমকর্মীরা। প্রথম টিকা গ্রহনকারী ব্যক্তিদের ৮ সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় টিকা।
.
তিনি আরো বলেন, ভ্যাকসিন দেয়ার পরে কেউ সমস্যার সম্মুখীন হয়নি । আশা করছি কেউ হবেও না। ভ্যাকসিন নেয়ার পরে আমরা সবার জন্য রেষ্ট নেয়ার ব্যবস্থা করে রাখছি। মেডিকেল টিম গঠন করা হয়েছে এমনকি পরামর্শ নেয়ার জন্য ডাক্তাদের নাম্বার টানিয়ে দেয়া হয়েছে।